মার্কিন রাষ্ট্রপতির সাইকেল নিয়ে পড়ে যাওয়ার এই ভিিডও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ শনিবার সকালে এই ঘটনাটি ঘটে৷ তবে পড়ে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই সামলে নেন ৭৯ বছর বয়সি জো বাইডেন৷ উঠে দাঁড়িয়ে তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, 'আমি ঠিক আছি৷'
আরও পড়ুন: রাত ১০ টার পর বিয়ে বন্ধ, ৮.৩০ টার পর বাজার! পাকিস্তানে এমন কড়া বিধির কী কারণ?
advertisement
জানা গিয়েছে, ডেলাওয়ারের রেহোবোথ সৈকতের কাছে একটি বাড়ি রয়েছে জো বাইডেনের৷ সেখানেই একটি পার্কে স্ত্রী জিল বাইডেনের সঙ্গে সাইকেল চালাচ্ছিলেন তিনি৷ প্রেসিডেন্টকে সাইকেল চালাতে দেখে আশেপাশে ভিড় জমান অনেকেই৷ তাঁদেরকে দেখেই সাইকেল থামাতে যান বাইডেন৷ তখনই শরীরের ভারসাম্য হারান তিনি৷ পরে বাইডেন নিজেই জানান, সাইকেলের ক্লিপ থেকে পা তুলতে গিয়েই ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি৷
আরও পড়ুন: যুদ্ধ শেষ করে দিয়েছে সবটা, গৃহহীন কতশত মানুষ! | In GFX
পরে হোয়াইট হাউসের এক আধিকারিক জানান, 'প্রেসিডেন্টের চিকিৎসারও কোনও প্রয়োজন হয়নি৷ দিনের বাকি সময়টা পরিবারের সঙ্গেই কাটাবেন জো বাইডেন৷'
২০২০ সালের নভেম্বর মাসে নির্বাচনে জয়ী হয়ে আসার পরেই নিজের পোষ্য সারমেয়দের সঙ্গে খেলতে গিয়ে পা ভাঙেন বাইডেন৷ যদিও ২০২১ সালের নভেম্বর মাসেই বাইডেনকে সম্পূর্ণ ফিট বলে জানান চিকিৎসকরা৷
আমেরিকার প্রবীণতম প্রেসিডেন্ট জো বাইডেনই৷ তাঁর স্বাস্থ্যের দিকে সবসময়ই কৌতূহলীদের নজর থাকে৷ কারণ ২০২৪ সালে ফের প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে তিনি নামবেন কি না, তাই নিয়েও চর্চা কম নয়৷