TRENDING:

America News: ভয়াবহ বিস্ফোরণ আমেরিকায়! মৃত্যুমিছিল, অন্তত ১৬ জনের জীবন শেষ! কী কারণে বিস্ফোরণ জানেন, শুনে শিউরে উঠছে বিশ্ব

Last Updated:

America News: বিভিন্ন সংবাদ প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণে ওই কারখানার একটি ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভয়াবহ বিস্ফোরণ
ভয়াবহ বিস্ফোরণ
advertisement

টেনেসি: আমেরিকার টেনেসিতে একটি বিস্ফোরক কারখানায় বড় ধরনের বিস্ফোরণের ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে গত শুক্রবার বাক্সনর্ট শহরে একিউরেট এনার্জেটিক সিস্টেমস নামের একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি সামরিক কাজ ও কোন কিছু গুঁড়িয়ে দেওয়ার কাজে ব্যবহারের জন্য বিস্ফোরক তৈরি করে থাকে।

advertisement

বিভিন্ন সংবাদ প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণে ওই কারখানার একটি ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বিস্ফোরণের সময় কয়েক মাইল দূরের বাড়িঘরও কেঁপে উঠেছিল। ধ্বংসাবশেষগুলো উড়ে বিভিন্ন জায়গায় পড়েছে। শুরুতে বিস্ফোরণে ১৮ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়েছিল। তবে হামফ্রিস কাউন্টি শেরিফ ক্রিস ডেভিস বলেছেন, মৃত ধরে নেওয়া ব্যক্তিদের মধ্যে দুজন ঘটনাস্থলে ছিলেন না বলে তাঁরা পরে জানতে পেরেছেনঘটনাস্থলে ওই দুই ব্যক্তির গাড়িব্যক্তিগত জিনিসপত্র পাওয়া যাওয়ায় শুরুতে তাঁদের মৃত হিসেবে ধরে নেওয়া হয়েছিল

advertisement

আরও পড়ুন: উচিত শিক্ষা পাচ্ছে পাকিস্তান, দিচ্ছে আফগানিস্তান! দুদেশের সীমান্তে ব্যাপক গোলা-বারুদ বর্ষণ, মৃত্যুমিছিল! যুদ্ধ শুরু?

তবে আইনপ্রয়োগকারী সংস্থা ব্যুরো অব অ্যালকোহল, টোবাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভসের কর্মকর্তা ব্রাইস ম্যাকক্রাকেন সাংবাদিকদের বলেন, এই বিস্ফোরণের উৎস এবং কারণ জানার বিষয়ে কর্তৃপক্ষ ওই দিন পর্যন্ত খুব একটা এগোতে পারেনি।

advertisement

হামফ্রিস কাউন্টি শেরিফ ক্রিস ডেভিস বলেছেন, কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত থেকে সতর্কতার সঙ্গে ধীরে ধীরে কাজ করছে। যখনই তারা বিপদের আশঙ্কা করছে, তখনই বোমাবিষয়ক প্রযুক্তিবিদদের সেখানে ডেকে নিচ্ছে। বিস্ফোরণে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষা করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজো বাজারে এবার নতুন চাপ! ফুল কিনতে গিয়ে নাকানিচোবানি না খেতে হয়
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিদেশ/
America News: ভয়াবহ বিস্ফোরণ আমেরিকায়! মৃত্যুমিছিল, অন্তত ১৬ জনের জীবন শেষ! কী কারণে বিস্ফোরণ জানেন, শুনে শিউরে উঠছে বিশ্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল