এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকেও দুই পাইলট প্রশংসা বার্তা পেয়েছেন। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, 'যখন কোনো বিমান নামতে পারছিল না লন্ডন বিমানবন্দরে, তখন আমাদের সুদক্ষ ২ পাইলট যথাযথভাবে বিমান অবতরণ করিয়েছেন।' লন্ডনের ইউটিউব চ্যালেন 'Big Jet TV'-র পর্দাতে বিমান অবতরণের লাইভ কভারেজ দেখানো হয়েছে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
advertisement
দেখুন জরুরী অবতরণের সময়কার ভিডিও:
আরও পড়ুনঃ আজ দিনভর ৪০০ ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল, দেখে নিন সম্পূর্ণ তালিকা...
শুক্রবার ঝড়ের জন্য লন্ডনের আবহাওয়া দফতরের পক্ষ থেকে লাল সতর্কতা জারি ছিল। ১৯৮৭ সালের পর এত ঝড় দেখল পশ্চিম ইউরোপের বাসিন্দারা। ঝড়ের জন্য বিমান, ট্রেন, ফেরি পরিষেবা ব্যাপকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। ঝড়ের জন্য ইংল্যান্ডের ১,৪০,০০০ বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। আয়ারল্যান্ডের ৮০,০০০ বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিদ্যুৎ ছিল না। বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।