TRENDING:

স্তনে আটকে গেল গুলি ! নকল স্তন বাঁচালো যুবতীর প্রাণ !

Last Updated:

অবাক লাগলেও এটাই সত্যি। স্তনই বাঁচালো মহিলার প্রাণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কানাডা: স্তন নিয়ে সারা জীবন কটু কথা শুনতে হত তাঁকে। আর সেই জন্যই ব্রেস্ট ইমপ্ল্যান্টস। শারীরিক আবেদন বাড়াতে নিজের স্তনের আকার বৃদ্ধির জন্য এই পথ বেছে নেন কানাডার এক মহিলা। কিন্তু শারীরিক আকর্ষণ বাড়ানোর পাশাপাশি, এই নকল স্তন যে তাঁর প্রাণও বাঁচাতে পারে, তা সম্ভবত আগে জানা ছিল না। নকল স্তনের জন্যে প্রাণে বেঁচে গিয়েছেন এক মহিলা।
advertisement

অবাক লাগলেও এটাই সত্যি। স্তনই বাঁচালো মহিলার প্রাণ। জানা গিয়েছে কানাডার রাস্তায় হঠাৎই গুলিবিদ্ধ হন বছর ৩০-র ওই মহিলা। এক আততায়ী তাঁর বুক লক্ষ করে গুলি চালিয়ে চম্পট দেয়। রাস্তাতেই লুটিয়ে পড়েন তিনি। কোনওমতে স্থানীয় হাসপাতালে পৌঁছন। চিকিৎসা শুরু হতেই চক্ষু চড়কগাছ ডাক্তারের। এক্স-রে প্লেটে দেখা যায়, গুলিটা মহিলার বুকের উপরে সিলিকনে আটকে রয়েছে। সিলিকনের কারণেই মহিলার হার্ট পর্যন্ত পৌঁছতে পারেনি গুলিটা। তবে তাঁর পাঁজরের একটি হাড় ভেঙেছে। কিন্তু মহিলার প্রাণে এই ভাবে বেঁচে যাওয়ায় সকলে অবাক। তবে কেন তাঁকে গুলি করা হয়েছিল তা এখনও জানা যায়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার বুকে রাজস্থানি মন্দির! কালীপুজোয় বড় চমক নিয়ে হাজির হৈ চৈ সংঘ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিদেশ/
স্তনে আটকে গেল গুলি ! নকল স্তন বাঁচালো যুবতীর প্রাণ !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল