তবে ভূমিকম্পের কম্পণ মারাত্মক ছিল বলেই এখনও পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য এই ভূমিকম্পের পরে একের পর এক আফটারশক আসছে ইন্দোনেশিয়াতে।
ইন্দোনেশিয়ার মেটিওরোলজি ক্লাইমাটোলজি অ্যান্ড জিওফিজিক্স এজেন্সি বেশ কয়েকটি আফটারশকের কথা জানিয়েছে। এগুলির মাত্রা ৫.৫ বলে আপাতত জানা যাচ্ছে। শুধুমাত্র ইন্দোনেশিয়া নয়, কম্পন অনুভূত হয়েছে পাশ্ববর্তী তিমুর, মালুকু দ্বীপপুঞ্জ এবং পাপুয়া দ্বীপেও। অ্যাম্বোনের একজন বাসিন্দা জানিয়েছে, "আমি বিছানায় শুয়ে ছিলাম। সেই সময়ে কম্পণ অনুভব করি। আগেও ইন্দোনেশিয়াতে ভূমিকম্প হয়েছে। কিন্তু আজকের কম্পণ মোটেও স্বাভাবিক ছিল না। কম্পণ অনুভব করার পরে আমি পরিচিতদের ফোন করি। তাঁদেরও একই অভিজ্ঞতা হয়েছে।"
advertisement
তীব্র এই ভূমিকম্পের পরে ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি প্রাথমিকভাবে একটি সম্ভাব্য সুনামির বিষয়ে সতর্কতা জারি করেছিল। কিন্তু পরে সেই সতর্কতা তুলে নেয়। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, মানুষজন বাড়ি ছেড়ে রাস্তায় নেমে গিয়েছেন। অনেকজন ভয়ে চিৎকার করছেন। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর সামনে আসেনি।
আরও পড়ুন, শিক্ষক নিয়োগে আরও গতি, পঞ্চম দফার ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের
আরও পড়ুন, আবাস যোজনা দুর্নীতিতে এবার মুখ খুললেন দেব, তারকা সাংসদের মুখে 'অন্য' সুর! যা বললেন ঘাটালে...
মাত্র দেড় মাস আগেই নভেম্বরের ২১ তারিখ ইন্দোনেশিয়ার জাভাতে বড়সড় ভূমিকম্প হয়। রিখটার স্কেলে সেই কম্পণের মাত্রা ছিল ৫.৫। সেই ভূমিকম্পে মৃত্যু হয়েছিল ৬০২ জনের। বিরাট সেই বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া।