এরমধ্যেই খবর ছড়ালো, মা হতে চলেছেন শুভশ্রী! কিন্তু নায়িকা জিমে এক্সারসাইজের ভিডিও পোস্ট করে, স্পষ্ট করে দিলেন, জল্পনা কল্পনা আপাতত শিকেয় তোলা থাক! তিনি প্রেগন্যান্ট নন। বিয়ের সময় একটু ওজন বেড়েছিল ঠিকই, তার জন্য তাঁকে মোটাও লাগছিল খানিকটা! আর তাই, জিমে হাজির তিনি!
কিন্তু শুভকে নিয়ে কি আর জল্পনা থেমে থাকতে পারে? একটা গসিপ ধামা চাপা পড়তে না পড়তেই ঘনালো ধোঁয়াশার নতুন মেঘ! সূত্রপাত ইনস্টাগ্রামে পোস্ট করা শুভশ্রীর একটি ভিডিও! সেখানে একটি শিশুকে কোলে নিয়ে আদর করছেন সুন্দরী! তারজন্য গানও গাইছেন-- 'কুছ না কহো'! পোস্টের ক্যাপশনে ওই বাচ্চাটিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শুভ, সঙ্গে এও লিখেছেন, ''শুভ মা তোমায় খুব ভালবাসে'!
advertisement
কিন্তু বাচ্চাটি কে? কেনই বা তার কাছে শুভশ্রী ' মা'? ফের নতুন করে দানা বাঁধছে ধোঁয়াশা!
Location :
First Published :
Jun 08, 2018 11:53 AM IST
