বিবিয়ানো ফার্নান্ডেজের ছেলেরা AFC U16 Championship আশা দেখিয়েছিল ৷ গোটা দেশের ফুটবলপ্রেমী প্রথমবার নিজেদের পারফরম্যান্সের যোগ্যতায় ভেবেছিল ইতিহাস তৈরি হবে ৷ কিন্তু এবারও সেই খালি হাত ৷ তবে এবারে ভারতীয় দলের পারফরম্যান্স বেশ ভালো ৷ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে হেরে গেল তারা ৷
এই টুর্নামেন্টে এটিই একমাত্র গোল খেল ভারতীয় রক্ষণ ৷ প্রথমার্ধে ভারতীয় গোলদুর্গে আক্রমণ শানালেও কাজের কাজ হয়নি ৷ কিন্তু দ্বিতীয়ার্ধে একটা সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে কাজের কাজ করে নেয় কোরিয়া ৷ তারা ৬৮ মিনিটে একটি গোল করে যায় ৷
advertisement
ভারতীয় দলের রক্ষণাত্মক স্ট্র্যাটেজি কার্যকর হলেও এই ধরণের ম্যাচ জিততে গোল স্কোরিং অ্যাবিলিটিটাই পার্থক্য গড়ে দিল ৷ এদিকে সিনিয়র ফুটবলাররা দলের ছেলেদের এই লড়াইকে কুর্নিশও জানিয়েছেন ৷
Location :
First Published :
October 01, 2018 8:34 PM IST