যুবরাজের বেস প্রাইজ ১ কোটি টাকা থাকলেও কোনও দলই তাঁকে এদিন নিলামে নিতে আগ্রহী হয়নি ৷ গত বছরও আইপিএলের নিলামে তাঁকে কোনও দল না নিলেও পরে প্রীতির পঞ্জাব যুবরাজকে দলে তুলে নেয় ৷ যুবরাজ দল না পেলেও বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটেল নিলামে বড় টাকার অঙ্ক পেতে সফল ৷ তাঁকে ৫ লক্ষ টাকা দিয়ে দলে নিল দিল্লি ক্যাপিটালস ৷ মোজেস হেনরিকেসকে ১ কোটি টাকা দিয়ে দলে নিল কিংস ইলেভেন পঞ্জাব ৷ ওয়েস্ট ইন্ডিজের তারকা শিমরন হেটমায়ারকে নিয়ে এদিন ভাল বিড হলেও শেষপর্যন্ত ৪.২০ কোটি টাকা দিয়ে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷
advertisement
Location :
First Published :
December 18, 2018 4:52 PM IST