টসে জিতে ইংলিশ অধিনায়কের ব্যাটিংয়ের সিদ্ধান্তে প্রথমেই ঝটকা দিয়েছেন গত ম্যাচে অসাধারণ বোলিং করা জসপ্রীত বুমরাহ ৷ তিনি জেনিংসকে খাতা খোলার আগেই প্যাকআপ করে দেন ৷
একেবারে মর্নিং শোস দ্য ডে এই কায়দায় এটা জাস্ট ট্রেলর ছিল ৷ কারণ এরপরেই ১৫ রানে ২ উইকেট, ২৮ রানে ৩ উইকেট, ৩৬ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড ৷ উইকেট পেয়েছেন বুমরাহ ২ টি, ইশান্ত ১টি ও হার্দিক পান্ডিয়া ১টি ৷
advertisement
আরও পড়ুন - সোনাজয়ী স্বপ্নার Exclusive সাক্ষাৎকার
এদিকে এদিন ভারতীয় দলের জন্য সুখবর রবিচন্দ্রন অশ্বিনের চোট ঘিরে একটা সন্দেহের মেঘ থাকলেও তিনি খেলছেন ৷ ভারতীয় দলের প্রথম একাদশে কোনও পরিবর্তন করেননি ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷
Location :
First Published :
August 30, 2018 5:42 PM IST