এমসিজিতে বক্সিং ডে টেস্ট। যার মাহাত্ম্যই আলাদা। তবে মাঠে বল পড়ার আগেই ভারত ও অস্ট্রেলিয়া - দুই শিবিরে নানা জল্পনা। বদল নিশ্চিত। পারথে হারের পর দল নির্বাচন নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল কোহলি-শাস্ত্রীর। যদিও দুই মহারথী নিজেদের যুক্তিতে অনড় ছিলেন। আবার জাডেজার ফিটনেস নিয়ে শাস্ত্রীর কথায় নতুন করে ধোঁয়াশা। বক্সিং ডে টেস্টের আগে ভারতের হাতে ১৯জন ফিট ক্রিকেটার। যা বিদেশের মাঠে নজির। ময়াঙ্ক আগরওয়ালের কি অভিষেক হবে ? না পার্থিব প্যাটেলকে দিয়ে ওপেনিং ? অশ্বিন, রোহিত কি ফিট ? খেলবেন হার্দিক পান্ডিয়া ? বক্সিং ডে টেস্টের আগে প্রশ্ন অনেক। কিন্তু উত্তর দেবেন কে?
advertisement
এদিকে ক্রিসমাস উইকে নতুন মেজাজে টিম অস্ট্রেলিয়া। প্র্যাকটিসের ফাঁকে স্যান্টার সাজে কামিন্স, লায়নরা। বক্সিং ডে টেস্টের আগে আবার দলের সঙ্গে যোগ দিয়েছে ৭ বছরের ছোট্ট আর্চি। হার্টের বিরল অসুখে ভুগছে। আলাপ হয়েছে নতুন টিমমেটদের সঙ্গে। মাঠের বাইরে যতটাই খোশমেজাজ। প্র্যাকটিসে ততটাই সিরিয়াস পেইনরা। পারথে জিতলেও মেলবোর্নে প্রথম একাদশে বদল হতে পারে। পিচ দেখেই মিচেল মার্শকে খেলানোর ভাবনা ল্যাঙ্গারের। সেক্ষেত্রে বসতে পারেন অফ ফর্মের হ্যান্ডসকম্ব। সাংবাদিক বৈঠকে ল্যাঙ্গারের মুখে আবার স্মিথ-ওয়ার্নার প্রসঙ্গ। নির্বাসিত ক্রিকেটারকে অস্ট্রেলিয়ার বিরাট কোহলি বলে মন্তব্য অজি কোচের।