আরও পড়ুন : রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হিন্দমোটরের এক নাসিংহোম, মারধরের অভিযোগ চিকিৎসককে
সেই জমিই বাজার দরে কিনে নিতে রাজ্যগুলিকে চিঠি দিয়েছে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল। তালিকায় রয়েছে এ রাজ্যেও রেলের হাতে থাকা ৪টি জমি। প্রয়োজনে সংশ্লিষ্ট রাজ্যগুলিও যেন রেলকে জমি দেয় সেই শর্তের কথাও উল্লেখ রয়েছে চিঠিতে।
advertisement
এই রাজ্যেও বেশ কিছু উড়ালপুল নির্মাণের ক্ষেত্রে চিহ্নিত জমি অনেক ক্ষেত্রেই রেলের জমির অন্তর্গত ৷ সে ক্ষেত্রে জমিগুলি রাজ্য রেলের ব্যবহারের পরে যদি কিনে নেয় সে ক্ষেত্রে দুপক্ষেরই সুবিধা হবে, জমি সংক্রান্ত জটিলতাও কেটে যাবে ৷
advertisement
Location :
First Published :
May 07, 2018 9:04 AM IST