TRENDING:

CWG 2018 : হকিতে এগিয়ে থেকেও পাকিস্তানের সঙ্গে ড্র ভারতের

Last Updated:

কমনওয়েলথ গেমস হকিতে মুখোমুখি হয়েছিল চির প্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তান । কমলওয়েলথ গেমসের তৃতীয় দিনে পুল-বি ম্যাচে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গোল্ড কোস্ট: কমনওয়েলথ গেমস হকিতে মুখোমুখি হয়েছিল চির প্রতিদ্বন্দী ভারত-পাকিস্তান । কমলওয়েলথ গেমসের তৃতীয় দিনে পুল-বি ম্যাচে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান । গোল্ডকোস্ট হকি সেন্টারে মুখোমুখি হয় দুই প্রতিবেশী দেশ । ভারতের জয় এক প্রকার নিশ্চিত ছিল ।
advertisement

আরও পড়ুন : কমনওয়েলথে ভারতের হয়ে তৃতীয় সোনা জিতলেন সতীশকুমার শিবলিঙ্গম

ম্যাচ শেষ হওয়ার ঠিক ১০ মিনিট আগে পেনাল্টি কর্নারে গোল করে কোনও ক্রমে মান বাঁচায় পাকিস্তান । ম্যাচ ২-২ অমিমাংসিত ভাবে শেষ হয় । ভারতের হয়ে ম্যাচের ১৩ মিনিটে প্রথম গোলটি করেন দিলপ্রীত এবং ১৯ মিনিটের মাথায় গোল করেন হরমনপ্রীত । জবাবে পাকিস্তান ম্যাচের ৩৮ ও ৬০ মিনিটে যথাক্রমে গোল শোধ করে ইরফান জুনিয়র ও আলি মুবাশর । ভারতের সমর্থকেরা অধীর আগ্রহে বসে ছিল চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের সাথে ম্যাচ দেখার জন্য । মূলত এই ম্যাচ দিয়েই ভারত এবারের কমনওয়েলথের যাত্রা শুরু করে ।

advertisement

আরও পড়ুন : মালয়েশিয়াকে উড়িয়ে দিল ভারতীয় মহিলা হকি দল

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এই প্রতিযোগিতায় ভারতের সঙ্গে পুল-বি দল গুলি পাকিস্তান, মালয়েশিয়া, ওয়েলস, ইংল্যান্ড । ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনও খেলার ইতিহাস ও আকর্ষণ দুই আছে। এই ম্যাচ দু দলের ক্ষেত্রেই বিশেষ গুরুত্বপূর্ণ ছিল ।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
CWG 2018 : হকিতে এগিয়ে থেকেও পাকিস্তানের সঙ্গে ড্র ভারতের