আরও পড়ুন : দু'দিনের নেপাল সফরে প্রধানমন্ত্রী, অযোধ্যা-জনকপুর বাস পরিষেবার উদ্ধোধন করলেন
পুলিশ হেফাজতে থাকাকালীন তরুণীর বাবার মৃত্যুও হয়। সে সবই বিধায়ক ও তার ভাইয়ের নির্দেশে হচ্ছিল বলে অভিযোগ ওঠে। তরুণী ও তাঁর পরিবারের উপরও চাপ সৃষ্টি করা হয়। প্রাণনাশের হুমকিও দেওয়া হয় ৷ অবশ্য তাতেও শেষরক্ষা হল না। বিজেপি বিধায়ক ধর্ষণ করেছিল বলেই জানিয়ে দিল সিবিআই।
advertisement
আরও পড়ুন : ৮ লক্ষ ৬৪ হাজার টাকা বিদ্য়ুতের বিল ! আতঙ্কে আত্মহত্যা সবজি বিক্রেতার
৪ জুন ২০১৭ সালের ঘটনা । এরপর ১১ জুন ফের তরুণীকে ডাকা হয়। সে সময় ৩জন তরুণীকে অপহরণ করে। পালা করে ধর্ষণ করে ওই তিনজন। ১৯ জুন পর্যন্ত চলেছিল নৃশংস এই কাণ্ড। ২০ জুন এফআইআর দায়ের করেন তরুণীর পরিবার। সেই অভিযোগকেই কার্যত বৈধ্যতা দিল সিবিআই ৷ এর সঙ্গেই নির্যাতিতা ও তার পরিবার দোষীদেরর প্রাণদণ্ডের আর্জি জানিয়েছেন ৷