TRENDING:

হস্টেলের ঘরে আত্মঘাতী আইআইটি ছাত্রী

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: আইআইটি ছাত্র-ছাত্রীদের আত্মহত্যার ঘটনা কোনও নতুন ঘটনা নয় ৷ পড়াশুনার চাপেই হোক বা ব্যক্তিগত কারণে, ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের আত্মহত্যার ঘটনা প্রায়শই শোনা যায় ৷ এবার গুয়াহাটির আইআইটি ক্যাম্পাসের হস্টেলে আত্মহত্যা করলেন এক ছাত্রী ৷ তিনি কর্নাটকের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷
advertisement

মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের ওই ছাত্রীর নাম নাগেশ্রী আইঠাল ৷ আইআইটি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গত জুলাই মাসেই এখানে ভর্তি হন ওই ছাত্রী ৷ মাত্র দু’মাসের মধ্যেই এমন ঘটনা তাই অপ্রত্যাশিতই ৷  ধানসিঁড়ি গার্লস হস্টেলে থাকতেন ওই ছাত্রী। বুধবার তিনি ক্লাসে যাননি। ক্লাস করে হস্টেলে ফিরে এসে মেয়েটির রুমমেট দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকিতেও দরজা না খোলায় শেষপর্যন্ত ছাত্রীরা ক্যাম্পাসের নিরাপত্তারক্ষীকে খবর দেয়। এরপর পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢোকে। সেখানে নাগাশ্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রাথমিকভাবে পুলিশের অনুমান এটা আত্মহত্যার ঘটনা ৷ তবে অত্যাধিক পড়াশুনার চাপেই কি শেষপর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিলেন নাগেশ্রী ? তদন্তে পুলিশ ৷

বাংলা খবর/ খবর/দেশ/
হস্টেলের ঘরে আত্মঘাতী আইআইটি ছাত্রী