বিজেপির হিন্দুত্ববাদ নীতি নিয়ে বৃহস্পতিবার তোপ দাগেন কংগ্রেস নেতা শশী থারুর ৷ কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি বলেন, ২০১৯ বিধানসভা নির্বাচনে ক্ষমতায় এলে ভারতকে হিন্দু পাকিস্তান তৈরির চেষ্টায় কোনও ত্রুটি রাখবে না গেরুয়া শিবির৷ সে ভারতে সংখ্যালঘুদের দাবি-আকাঙ্ক্ষা কোনও অস্তিত্ব থাকবে না ৷
এখানেই শেষ নয়, এই মঞ্চ থেকে কংগ্রেস নেতা থারুর কেন্দ্রকে রীতিমতো তাদের হিন্দু আইডিওলজি-এর জন্য রীতিমতো তুলোধোনা করেন ৷ থারুরের মতে, ফের সরকারে নির্বাচিত হলে বিজেপি নিজের মতো দেশ চালানোর জন্য আমাদের গণতান্ত্রিক দেশের সংবিধানকেও বদলে ফেলতে পিছপা হবে না ৷ সেই বিকৃত সংবিধানের আসল উদ্দেশ্যেই হবে ভারতকে ‘হিন্দু পাকিস্তান’ তৈরি করা ৷ সেই ভারত থেকে হারিয়ে যাবে মহাত্মা গান্ধি, জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, সুভাষ চন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেলের মতো স্বাধীনতা সংগ্রামীদের সর্ব ধর্মের জন্য ভারত তৈরির সংগ্রাম ৷
advertisement
আরও পড়ুন
পরকীয়ার আসল অর্থ কী, কেন্দ্র জানাল সুপ্রিম কোর্টে
থারুর নিশানা থেকে নিস্তার পাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ প্রধানমন্ত্রীকে বিঁধে কংগ্রেস নেতা বলেন, নির্বাচনের আগেই দেশবাসীর মন ভোলাতে লাগাতার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলেছেন মোদি ৷
আরও পড়ুন
চাঙ্গা শেয়ারবাজার, সেনসেক্স বেড়ে হল ৩৬,৫১১
কংগ্রেস নেতা শশী থারুরের হিন্দু পাকিস্তান-এর মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ সেই বিতর্কে ঘৃতাহুতি করেছে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রের ট্যুইট ৷ থারুরের মন্তব্যের বিরুদ্ধে পাল্টা তোপ দেগে সম্বিত বলেন, থারুর এরকম ভিত্তিহীন মন্তব্যের জন্য কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত ৷ পাকিস্তান তৈরির দায় কংগ্রেসেরই ৷ বিশ্ব মঞ্চে ভারত ও ভারতের হিন্দুদের অপমানের কোনও সুযোগই ছাড়ে না কংগ্রেস ৷
সব মিলিয়ে মন্তব্য ও পাল্টা মন্তব্যে চড়ছে ১৯-এর নির্বাচনী পারদ ৷