TRENDING:

সাড়ে তিনশো মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক করেছি, ‘সঞ্জু’ ট্রেলারে সোজাসাপটা সঞ্জু

Last Updated:

কিছুদিন আগে টিজারেই চমক দিয়েছিলেন রাজকুমার হিরানি ৷ ছবির সঞ্জয় দত্ত সেজে গোটা দুনিয়াকে হতবাক করেছিলেন রণবীর কাপুর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কিছুদিন আগে টিজারেই চমক দিয়েছিলেন রাজকুমার হিরানি ৷ ছবির সঞ্জয় দত্ত সেজে গোটা দুনিয়াকে হতবাক করেছিলেন রণবীর কাপুর ৷ আর এবার ট্রেলার মুক্তি পেতেই ইন্টারনেটে দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে ‘সঞ্জু’ ছবির ট্রেলার ৷ ট্রেলারের প্রত্যেকটি ফ্রেমে, প্রত্যেকটি সংলাপই যেন পয়সা উশুল ৷ আর এই ছবির ট্রেলারেই উঠে এল সঞ্জয় দত্তের প্রেম, সম্পর্ক ও বিশেষ করে যৌনসম্পর্ক নিয়ে নানা তথ্য ৷ আর শোনা গেল ছবির সঞ্জয় ওরফে রণবীর কাপুরের মুখে ৷
advertisement

ট্রেলারে দেখা মিলল, সাংবাদিক অনুষ্কা শর্মা সঞ্জুকে প্রশ্ন করে বসলেন, স্ত্রী ছাড়া কতজন মেয়ের সঙ্গে আপনার সম্পর্ক ছিল ? সঙ্গে সঙ্গেই সঞ্জুর সোজাসাপটা উত্তর, ‘৩০৮ জন, বরং সুবিধার জন্য ধরে ফেলুন সাড়ে তিনশো ৷ আর এর মধ্যে রয়েছে যৌনকর্মীরাও !’

মুক্তি পেল বহু প্রতিক্ষীত সঞ্জু ছবির ট্রেলার৷ আরও একবার দর্শকদের মন জয় করলেন রাজকুমার হিরানি ও বিধু বিনোধ চোপড়া জুটি৷ টিজারের ঝলকেই মুগ্ধ করেছিলেন রণবীর৷ এবার হল ধমাকা!

advertisement

তিনি যে আসল সঞ্জয় নন, এটাই বিশ্বাস করা মুশকিল হচ্ছে৷ বলিউডের বিতর্কিত হিরো সঞ্জয় দত্ত৷ বাবা সুনীল দত্ত, মা নার্গিস৷ ফিল্মি পরিবারে বেড়ে ওঠা৷ তিনি যে বলিউডে হিরো হবেন, সেটা অনেকটাই ঠিক ছিল৷ তবে তারপরের যে ঘটনা তাঁর জীবনে ঘটে সেটাই ছিল আসল স্টোরি৷ সেই কারণেই এই বায়োপিক হয়ে উঠতে চলেছে ইন্টেরেস্টিং! সঞ্জয় দত্তের জীবেনের সব ঘটনাই তুলে ধরা হচ্ছে সঞ্জুতে ছবিতে৷ তিনি হিরো, গল্পের সুপারহিরো৷ তাই তাঁকে নিয়ে উৎসাহ যে থাকবেই, সেটা স্বাভাবিক৷ তবে পরিচালক জানিয়েছেন ছবিতে সঞ্জয় দত্তকে কোনভাবেই মহান প্রমাণ করা হয়নি৷ যা সত্যি তাই দেখানো হয়েছে৷ সঞ্জয় দত্তের অনুমতি নিয়েই৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর মণ্ডপে মহামায়ার লীলা! আধ্যাত্মিক থিমে নজর কাড়ছে রেল শহরের পুজো
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
সাড়ে তিনশো মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক করেছি, ‘সঞ্জু’ ট্রেলারে সোজাসাপটা সঞ্জু