TRENDING:

'আমি কংগ্রেস', মুসলিম দল বিতর্কে জবাব রাহুলের

Last Updated:

গত বৃহস্পতিবার একটি উর্দু সংবাদপত্রে প্রকাশিত হয়, মুসলিম সম্প্রদায়ের বুদ্ধিজীবীদের একটি সভায় রাহুল গান্ধীর মন্তব্য করেন, কংগ্রেস মুসলিমদের জন্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর 'মুসলিমদের দল' মন্তব্য নিয়ে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি উঠতে-বসতে তুলোধনা করছে, তখন পাল্টা জবাবে রাহুলের ট্যুইট, 'আমি লাইনের শেষ ব্যক্তিটির পাশে দাঁড়াই। যিনি নিপিড়িত, প্রান্তিক। তাঁদের ধর্ম, জাত বা বিশ্বাস নিয়ে আমার মাথাব্যথা নেই। আমি কংগ্রেস।'
advertisement

আরও পড়ুন: 'রাহুল গান্ধী'কে শাড়ি-ব্লাউজ পরালেন বিজেপির মহিলা সদস্যরা

গত বৃহস্পতিবার একটি উর্দু সংবাদপত্রে প্রকাশিত হয়, মুসলিম সম্প্রদায়ের বুদ্ধিজীবীদের একটি সভায় রাহুল গান্ধীর মন্তব্য করেন, কংগ্রেস মুসলিমদের জন্য। সেই মন্তব্যকে আক্রমণের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে এক মুহূর্তও দেরি করেনি বিজেপি। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণের কটাক্ষ ছিল, এই ধরনের মন্তব্য করে কংগ্রেস দেশ বিভাগের সময়ের সেই পরিস্থিতি তৈরি করতে চাইছে।

advertisement

আরও পড়ুন: রাহুল গান্ধির অহঙ্কার আকাশছোঁয়া !

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

কংগ্রেসের তরফে দাবি করা হয়, ওই উর্দু দৈনিকের খবরটি ভুয়ো। কিন্তু বিতর্কের আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজমগড়ে সভায় রাহুলকে কটাক্ষ করে বলেন, 'আমি বুঝলাম, কংগ্রেস মুসলিমদের দল। ঠিক আছে। কিন্তু আমি কংগ্রেসের নামদারকে জিগ্গেস করতে চাই, এই মুসলিমদের দলটি কি শুধুই পুরুষদের জন্য? নাকি মহিলাদেরও গুরুত্ব দেওয়া হয়?'

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
'আমি কংগ্রেস', মুসলিম দল বিতর্কে জবাব রাহুলের