‘রাহুল গান্ধী’কে শাড়ি-ব্লাউজ পরালেন বিজেপির মহিলা সদস্যরা

Last Updated:
 #আহমেদাবাদ: ‘RSS-এর মহিলা শাখার সদস্যদের কখনও স্কার্ট পরে কেন দেখা যায় না?’ প্রশ্ন তুলেছিলেন রাহুল গান্ধি ৷ গুজরাতের জনসভা থেকে আরএসএস-এর রক্ষণশীলতাকে বিঁধে এমনই প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস সহ সভাপতি ৷ রাহুলের এই প্রশ্নে ক্ষুব্ধ গেরুয়া শিবিরের মহিলা কর্মীরা, ‘তাঁকে’ই পরালেন শাড়ি-ব্লাউজ !
গেরুয়া শিবিরের রক্ষণশীলতার পাল্টা হিসেবে কংগ্রেসের প্রগতিশীল ভাবনাকে তুলে ধরতে চেয়েছিলেন রাহুল ৷ আরএসএস-এর অন্ধ কুসংস্কার ও রক্ষণশীলতাকে বিঁধে জনসভায় তিনি বলেন, আরএসএস বাহিনীকে দেখা যায় খাটো খাকি হাফ প্যান্টে, কিন্তু আরএসএস মহিলা শাখার কোনও সদস্যকে কখন শাড়ি ছাড়া অন্য কোনও পোশাকেই দেখা যায় না ৷ রাহুলের কটাক্ষ, পুরুষের জন্য হাঁটুর বহু উপরেই শেষ হয়ে যাওয়া হাফপ্যান্ট যখন ইউনিফর্ম, তখন মহিলারা কেন শাড়ি ব্যাতীত অন্য কোনও পোশাক পরতে পারবেন না?
advertisement
Picture Courtesy -ANI Picture Courtesy -ANI
advertisement
মোদিগড় ভদোদরার ওই জনসভায় কংগ্রেস সহ সভাপতি বলেন, ‘বিজেপি মেয়েদের চুপ করিয়ে রাখতে চায় ৷ মুখ খুললে মহিলাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করে বিজেপি ৷ এর সম্পূর্ণ বিপরীতে কংগ্রেসের অবস্থান বল দাবী করেন যুবরাজ ৷ তাঁর কথায়, কংগ্রেসের সব স্তরেই মহিলা কর্মীরা কাজ করেন এবং তাদের উপর কোনও নিষেধাজ্ঞা নেই ৷
advertisement
২৪ ঘণ্টা যেতে না যেতেই কংগ্রেস সহ সভাপতির এই মন্তব্যগুলির তীব্র প্রতিবাদ জানায় বিজেপি ও আরএসএস মহিলা মোর্চা ৷ গুজরাতে গেরুয়া বাহিনীর মহিলা শাখা এদিন রাহুলের কুশপুলকে শাড়ি ব্লাউজ সহ টিপ-নথে সাজিয়ে তাঁর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান ৷ সঙ্গে চলে কংগ্রেস বিরোধী শ্লোগান ৷ রাহুলের মন্তব্যের পাল্টা এমন প্রতিবাদে সরগরম রাজনৈতিক মহল ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘রাহুল গান্ধী’কে শাড়ি-ব্লাউজ পরালেন বিজেপির মহিলা সদস্যরা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement