এই পুজোর একটি কথিত ইতিহাস রয়েছে। অতীতে কোনো এক চাষী সম্প্রদায়ের শীলা পুজো থেকে এই পুজোর শুরু। একটি বটগাছের নীচে এই পুজো শুরু হয়। পরবর্তীতে তা স্থানান্তরিত হয়ে বর্তমান মন্দিরের সৃষ্টি। ভক্তদের বিশ্বাস, শীতলা দেবী তুষ্ট হলে ভক্তদের হাম এবং পক্স এর মতো রোগ থেকে প্রতিকার মিলবে। পক্স রোগের স্থানীয় নাম মায়ের দয়া। পুরোহিতরা বলেন শীতলা মায়ের চরণামৃত খেলে মায়ের দয়ার প্রতিকার মিলবে। এই যুক্তি বৈজ্ঞানিকভাবে কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন থাকলেও, ভক্তদের মনে শীতলা মায়ের প্রতি আস্থার কোনো প্রশ্নই নেই।
advertisement
Rahi Haldar
Location :
First Published :
Mar 10, 2022 9:25 PM IST