সেজে উঠছে উদয়পুর। স্বাভাবিকভাবেই কোনও কার্পণ্য রাখছেন না আম্বানি। আগামী ১২ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আম্বানি কন্যা ঈশা আম্বানি। শিল্পপতি অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামলের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন ঈশা। এর আগে ৮ ও ৯ ডিসেম্বর দুই পরিবার মেতে উঠবে প্রি-ওয়েডিং সেরিমনিতে। শনিবার বিকেল পাঁচটা থেকে শুরু হবে সেলিব্রেশন।
ভারতের উদয়পুরে চলছে প্রস্তুতি। রাজস্থানের এই লেক সিটি-তে এবার আয়োজিত হতে চলেছে ইশার বিয়ের প্রি-ওয়েডিং পার্টি।
advertisement
আরও পড়ুন: ঐশ্বর্য থেকে সলমন, ইশা আম্বানির প্রি-ওয়েডিং সেলিব্রেশনে তারকার ঢল
আর সেই অনুষ্ঠানে যোগ দিতে এদিন হাজির হয়ে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন ৷ আজ শনিবার তিনি রাজস্থানে পৌঁছন ৷
Location :
First Published :
December 08, 2018 5:06 PM IST