আর্ফিকার কাছে তৈরি হযেছে ব্লকিং হাই। সেখানে প্রচুর শক্তি তৈরির ফলেই বড় আকারের ঢেউ আছড়ে পড়তে পাড়ে বলে মত আবহাওয়াবিদদের। তবে সমুদ্রের পাড়ে ঢেউ-এর আকার বেশি হবে। বন্ধ রাখা হয়েছে ওয়াটার রাইডও ৷ বঙ্গোপসাগর উপকূলে সতর্কবার্তা জারি করা হয়েছে। সতর্ক করা হয়েছে আন্দামান-নিকোবর, কেরলে উপকূলবর্তী অঞ্চলগুলিতেও। সেই সঙ্গে দিঘা, মন্দারমনিতে পর্যটকদের সতর্ক করা হয়েছে। সমুদ্রে বিনোদন রাইডে যেতেও নিষেধ করা হয়েছে।
advertisement
Location :
First Published :
April 21, 2018 9:09 AM IST