উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগে মেধাতালিকা প্রকাশ নিয়ে আদালতে চুড়ান্ত সমালোচিত হল স্কুল সার্ভিস কমিশন ৷ আদালতে এদিন বিচারপতি এসবি শরাফ মেধাতালিকা প্রকাশ নিয়ে কমিশনের কাছে কৈফিয়ত তলব করেন ৷ স্কুল সার্ভিস কমিশনের কাছে আদালতের প্রশ্ন, ‘এসএসসি উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকা কি প্রকাশ করা হয়েছিল? না হলে উত্তীর্ণ পরীক্ষার্থীদের প্যানেল প্রকাশ না করেই কিভাবে কাউন্সেলিংয়ের তারিখ ধার্য করা হল?’ বিচারপতি এসবি শরাফ আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ১২ জুলাই সকাল সাড়ে দশটার মধ্যে মেধাতালিকা সংক্রান্ত হাইকোর্টের প্রশ্নের জবাব দিতে নির্দেশ দেন কমিশনকে ৷
advertisement
এসএসসি শিক্ষক নিয়োগ নিয়ে ফের মামলার ফাঁসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে নিয়োগ স্তব্ধ হওয়ার আশঙ্কা ৷ শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের কাউন্সেলিংয়ের ডাক দিয়ে গত ৬ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন ৷ সেই বিজ্ঞপ্তিকেই চ্যালেঞ্জ করে কয়েকজন নিয়োগপ্রার্থী বিচারপতি শেখর ববি সরাফের এজলাসে মামলা দায়ের করেন ৷
আরও পড়ুন
৪০ জন নার্সারি পড়ুয়াকে অন্ধকার ঘরে আটকে রাখল স্কুল, আসল কারণ জানলে শিউরে উঠবেন
মামলাকারীর বক্তব্য, উত্তীর্ণ পরীক্ষার্থীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হোক ৷ একইসঙ্গে পিডিএফ ফর্ম্যাটে সমস্ত প্রার্থীর নাম এসএসসি-এর অফিসিয়াল সাইটে প্রকাশের দাবি করেছেন নিয়োগপ্রার্থী বিশ্বজিৎ পাল ৷ এবিষয়ে মামলাকারী তরফে হাইকোর্টের যুক্তি, ২০১৩ সালে শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করে এসএসসি ৷ তাহলে ২০১৮ সালে মেধাতালিকা প্রকাশ নয় কেন?
আরও পড়ুন
যাদবপুরে প্রবেশিকা হবে কোন পদ্ধতিতে? ধোঁয়াশা কাটাতে বৈঠক
২০১৬ সালে উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয় ৷ গত ৬ জুলাই এসএসসি বিজ্ঞপ্তি প্রকাশ করে আগামী ১৬-২১ জুলাই প্যানেলে নির্বাচিত প্রার্থীদের কাউন্সেলিং-এর জন্য ডাক দেয় ৷ সেই বিজ্ঞপ্তিকেই চ্যালেঞ্জ করে মামলা ৷ ফলে কাউন্সেলিং প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা ৷ এই নিয়োগের দিকে তাকিয়ে রয়েছেন হাজার হাজার চাকরিপ্রার্থী ৷