বড়সড় সমস্যা রয়েছে চিংড়িহাটা উড়ালপুলে। গার্ডারে ফাটলও ধরা পড়ে আগে। পোস্তায় ফ্লাইওভার বিপর্যয়ের অশনিসংঙ্কেত দিয়েছিল রাইটস। তাদের রিপোর্ট অনুযায়ী,চিংড়হাটা উড়ালপুলের গার্ডারে বদল দরকার ৷ এরই সঙ্গে উড়ালপুলে ভারী যান চলাচল নিষিদ্ধ করা উচিত বলে জানানো হয়েছে ৷
শনিবার, শহরের ওই গুরুত্বপূর্ণ ফ্লাইওভার পরিদর্শন করেন পুরমন্ত্রী। বিশেষজ্ঞরা জানিয়েছেন, চিংড়িঘাটা উড়ালপুলের নকশাতেই লুকিয়ে বড়সড় গলদ।
advertisement
সেই কারণেই ওই উড়ালপুলে যান চলাচলে বিধিনিষেধ জারি। চলবে না বাসও ৷ ছোট, হালকা গাড়ি চলাচল করবে ৷ উড়ালপুল বন্ধ হলে, যে বাসগুলি চিংড়িহাটা ফ্লাইওভার হয়ে আসে সেগুলি বেলেঘাটা দিয়ে ঘুরিয়ে করুণাময়ী পাঠানো হবে। তা খতিয়ে দেখছে ট্রাফিক পুলিশ। চলতি বছরের শেষেই এই উড়ালপুল মেরামতির কাজ শেষ হবে বলে মনে করছে রাজ্য সরকার।
advertisement
Location :
First Published :
September 22, 2018 7:50 PM IST