TRENDING:

কলকাতায় ১০০ কিমি বেগে ধেয়ে এল ঝড়, ৫০টিরও বেশি গাছ পড়ে তছনছ শহর

Last Updated:

বৈশাখের সবে শুরু। এখনই রণংদেহি মেজাজে গরম। চাঁদিফাটা রোদ আর শুকনো গরম হলকায় নাকাল দক্ষিণবঙ্গ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বৈশাখের সবে শুরু। এখনই রণংদেহি মেজাজে গরম। চাঁদিফাটা রোদ আর শুকনো গরম হলকায় নাকাল দক্ষিণবঙ্গ। দিনভর অসহ্য গরমের পর সন্ধেবেলা কলকাতা জুড়ে নামল স্বস্তির ঝড়- বৃষ্টি ৷ সারাদিনের ভ্যাপসা গরমে পর কিছুটা হলেও স্বস্তি নিয়ে এল বৃষ্টি ৷ প্রায় ৮৪ কিমি বেগে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে শহর জুড়ে ৷
advertisement

কলকাতা, দুই ২৪ পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে ঝড় বৃষ্টি শুরু হয়েছে ৷ স্ট্র্যান্ড রোড সহ বেশকিছু এলাকায় ঝড়ের জেরে পড়ল গাছ ৷ সেক্টর ফাইভেও ঝড়ে পড়ল গাছ ৷ এর জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে যান চলাচল ৷

ঝড়ের কারণে বন্ধ করা হল বাগুইআটি উড়ালপুল ৷ বাগুইআটির ফ্লাইওভারে গাড়ি উঠতে দিচ্ছে পুলিশ ৷ ভিআইপি রোডে যান চলাচল মন্থর ৷ মিলেনিয়াম পার্কের কাছে যানজট সৃষ্টি হয়েছে ৷ বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো পরিষেবা ৷ শিয়ালদহ শাখায়ও ট্রেন চলাচল ব্যাহত ৷ বন্ধ করা হয়েছে চক্ররেল পরিষেবা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

কলকাতার একাধিক রাস্তায় গাছ পড়ে ৷ সাদার্ন অ্যাভিনিউ, পদ্মপুকুর ভাঙল গাছ ৷ গাছ ভেঙে পড়েছে বিডন স্ট্রিটে ৷ পার্ক সার্কাসে ৷ বড়বাজারে মন্দিরের উপর ভেঙে পড়ল গাছ ৷ শোভাবাজারে লরির উপর ভেঙে পড়ল গাছ ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতায় ১০০ কিমি বেগে ধেয়ে এল ঝড়, ৫০টিরও বেশি গাছ পড়ে তছনছ শহর