কলকাতা, দুই ২৪ পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে ঝড় বৃষ্টি শুরু হয়েছে ৷ স্ট্র্যান্ড রোড সহ বেশকিছু এলাকায় ঝড়ের জেরে পড়ল গাছ ৷ সেক্টর ফাইভেও ঝড়ে পড়ল গাছ ৷ এর জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে যান চলাচল ৷
ঝড়ের কারণে বন্ধ করা হল বাগুইআটি উড়ালপুল ৷ বাগুইআটির ফ্লাইওভারে গাড়ি উঠতে দিচ্ছে পুলিশ ৷ ভিআইপি রোডে যান চলাচল মন্থর ৷ মিলেনিয়াম পার্কের কাছে যানজট সৃষ্টি হয়েছে ৷ বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো পরিষেবা ৷ শিয়ালদহ শাখায়ও ট্রেন চলাচল ব্যাহত ৷ বন্ধ করা হয়েছে চক্ররেল পরিষেবা ৷
advertisement
কলকাতার একাধিক রাস্তায় গাছ পড়ে ৷ সাদার্ন অ্যাভিনিউ, পদ্মপুকুর ভাঙল গাছ ৷ গাছ ভেঙে পড়েছে বিডন স্ট্রিটে ৷ পার্ক সার্কাসে ৷ বড়বাজারে মন্দিরের উপর ভেঙে পড়ল গাছ ৷ শোভাবাজারে লরির উপর ভেঙে পড়ল গাছ ৷
Location :
First Published :
April 17, 2018 8:25 PM IST
