TRENDING:

কেরালায় স্কুলের ফর্মে ‘রিলিজিয়ন’ এবং ‘কাস্ট’ অপশনে কিছু লিখল না দেড় লক্ষ পড়ু য়া

Last Updated:

জাত-পাত-ধর্মের বিভেদ আবার কি ? সব ধর্মই সমান ৷ জাত-পাতের বিভেদে মানুষের মধ্যে কোনও ভেদাভেদ হতে পারে না ৷ সেই বিষয়টিই চোখে আঙুল দিয়ে দেখাল কেরলের খুদে খুদে শিশুরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তিরুঅনন্তপুরম: জাত-পাত-ধর্মের বিভেদ আবার কি ? সব ধর্মই সমান ৷ জাত-পাতের বিভেদে মানুষের মধ্যে কোনও ভেদাভেদ হতে পারে না ৷ সেই বিষয়টিই চোখে আঙুল দিয়ে দেখাল কেরলের খুদে খুদে শিশুরা ৷
advertisement

চলতি বছরে শুরু হয়েছে স্কুলে ভর্তির প্রক্রিয়া ৷ সেই ভর্তির জন্য ফিল আপ করতে হয় একটি নির্দিষ্ট ফর্ম ৷ সেই ফর্মেই একটি অপশন থাকে ধর্ম এবং জাত ৷ আপনি হিন্দু না মুসলিম ? নাকি আপনি ব্রাহ্মণ ৷ সেই সমস্ত কিছুই ফিল আপ করতে হয় ফর্মে ৷ কিন্তু প্রায় ১ লক্ষ ২৪ হাজার ছাত্র ছাত্রী ফর্মে সেই জায়গাটি সম্পূর্ণ ফাঁকা রেখেছেন ৷ যা রীতিমতো রেকর্ড গড়েছে ৷ এভাবেই ধর্মনিরপেক্ষতার নজির গড়ল কেরালের ছাত্র ছাত্রীরা ৷

advertisement

বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রী প্রফেসর সি রবীন্দ্রনাথ বিধানসভায় এই বিষয়টি নিয়ে আলোকপাত করেন ৷ তিনি বলেন, চলতি বছরে ৩.১৬ লক্ষ ছাত্র ছাত্রী স্কুলে ভর্তি হন ৷ কিন্তু তাদের মধ্যে ১ লক্ষ ২৪ হাজার ছাত্র ছাত্রীই ওই অপশনটি ফাঁকা রেখেছেন ৷ এদের মধ্যে ১ লক্ষ ২৩ হাজার ৬৩০জন রয়েছেন প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের মধ্যে ৷ ৯হাজারটি স্কুলের উপর সমীক্ষা চালিয়ে এই তথ্য উপরে উঠে এসেছে ৷

advertisement

এই প্রসঙ্গে এক ছাত্রীর অভিভাবক জানিয়েছেন, জাতি-ধর্মের বিষয়টি উল্লেখ করলেই বৈষম্য শুরু হয় ৷ কিন্তু কেন থাকবে দেশে এই বৈষম্য ? সব মানুষই সমান বলে মনে করেন তিনি ৷ তাই এতে ভেদাভেদ করা উচিত নয় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

উল্লেখ্য, দেশকে ধর্মনিরপেক্ষতার পথে এগিয়ে নিয়ে যেতে এটি নিসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ৷

বাংলা খবর/ খবর/দেশ/
কেরালায় স্কুলের ফর্মে ‘রিলিজিয়ন’ এবং ‘কাস্ট’ অপশনে কিছু লিখল না দেড় লক্ষ পড়ু য়া