চলতি সপ্তাহে মঙ্গলবারই ফেসবুকে অজানা তরুণীর সঙ্গে শামির ঘনিষ্ঠ কথোপকথনের স্ক্রিনশটস পোস্ট করেছিলেন তিনি। একাধিক মহিলার সঙ্গে যৌন উস্কানিমূলক সেই চ্যাটের তরুণীর নাম আকাঙ্খা বলে দাবি করেন হাসিন। ফেসবুকের মাধ্যমেই শামির কীর্তিকলাপ ক্রমশ প্রকাশ্যে আনছেন হাসিন ৷
শুক্রবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বিধানসভায় যান হাসিন জাহান। মহম্মদ শামির বিরুদ্ধে তোলা অভিযোগ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। তার আগে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর সময় চান মহম্মদ শামির স্ত্রী। এরপর হাসিনকে সময় দেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় দেখা করেন তিনি। ১৯ মার্চ আলিপুর আদালতে গোপন জবানবন্দি দিয়েই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি যান ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। ওইদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হলেও তাঁকে একটি চিঠি দিয়ে আসেন। শামি ও তাঁর পরিবারের অত্যাচারের কথা উল্লেখ রয়েছে ওই চিঠিতে। হাসিনের এই অভিযোগের পর তাঁর সঙ্গে দেখা করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্ত মহম্মদ শামি। তাঁকে ক্লিনচিট দিয়েছে বিসিসিআই।
advertisement