এ বার সেই তিক্ততা দূরে সরিয়ে রেখেছেন হাসিন ৷ না না শামির সঙ্গে সম্পর্কের জট কেটেছে কিনা জানা নেই ৷ তবে এবার এক্কেবারে অন্য ভৃমিকায় অবতীর্ণ হয়েছেন হাসিন ৷ একদম অন্য অবতারে সামনে এসেছেন তিনি ৷ ফিরেছেন মডেলিংয়ের দুনিয়ায়
advertisement
শনিবার রাতে ফটোশ্যুটের এই ভিডিওটি টুইটারে পোস্ট করেন তিনি। সাহসী, খোলামেলা ভঙ্গিতে এখানে দেখা গিয়েছে হাসিনকে। আগে মডেলিং-এর জগতেই ছিলেন হাসিন জাহান। কলকাতা নাইট রাইডার্সের চিয়ার লিডারের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। সামিকে বিয়ের করার পর মডেলিং থেকে দূরে সরে যান হাসিন জাহান। কিন্তু বছর চারেক হল সরে গিয়েছিলেন মডেলিং থেকে। মাথা উঁচু করে বাঁচতে ফের পেশাদার মডেলিং-এই তিনি থাকতে চাইছেন বলে খবর।
সদ্য ফিল্মি দুনিয়ায় পা রেখেছেন হাসিন। এসকেপ এবং সরি— দুটো শর্ট ফিল্মে অভিনয় করে ফেলেছেন তিনি। সব কিছু ঠিক থাকলে অগস্টে মুক্তি পাবে এই দুটি ছবি।