TRENDING:

শামি চ্যাপ্টার ভুলে বোল্ড ফোটোশ্যুট করলেন হাসিন জাহান, দেখুন ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কয়েক মাস আগে ক্রিকেটার স্বামী মহম্মদ শামির ‘বিবাহ বহির্ভূত সম্পর্ক’কে প্রকাশ্যে এনে শিরোনামে এসেছিলেন হাসিন জাহান। স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন। সেই ঝামেলা আদালত পর্যন্ত গড়িয়েছে ৷ এমনকী গোটা দেশের মিডিয়ায় তখন চর্চার বিষয় ছিল মহম্মদ শানি এবং হাসিন জাহানের সম্পর্ক ৷
advertisement

এ বার সেই তিক্ততা দূরে সরিয়ে রেখেছেন হাসিন ৷ না না শামির সঙ্গে সম্পর্কের জট কেটেছে কিনা জানা নেই ৷ তবে এবার এক্কেবারে অন্য ভৃমিকায় অবতীর্ণ হয়েছেন হাসিন ৷ একদম অন্য অবতারে সামনে এসেছেন তিনি ৷ ফিরেছেন মডেলিংয়ের দুনিয়ায়

advertisement

শনিবার রাতে ফটোশ্যুটের এই ভিডিওটি টুইটারে পোস্ট করেন তিনি। সাহসী, খোলামেলা ভঙ্গিতে এখানে দেখা গিয়েছে হাসিনকে। আগে মডেলিং-এর জগতেই ছিলেন হাসিন জাহান। কলকাতা নাইট রাইডার্সের চিয়ার লিডারের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। সামিকে বিয়ের করার পর মডেলিং থেকে দূরে সরে যান হাসিন জাহান। কিন্তু বছর চারেক হল সরে গিয়েছিলেন মডেলিং থেকে। মাথা উঁচু করে বাঁচতে ফের পেশাদার মডেলিং-এই তিনি থাকতে চাইছেন বলে খবর।

advertisement

সদ্য ফিল্মি দুনিয়ায় পা রেখেছেন হাসিন। এসকেপ এবং সরি— দুটো শর্ট ফিল্মে অভিনয় করে ফেলেছেন তিনি। সব কিছু ঠিক থাকলে অগস্টে মুক্তি পাবে এই দুটি ছবি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
শামি চ্যাপ্টার ভুলে বোল্ড ফোটোশ্যুট করলেন হাসিন জাহান, দেখুন ভিডিও