বরাত জোরে প্রাণে বাঁচলেন গার্ড। এয়ারপাইপ ঠিক করার কাজ চলছিল। তখনই ট্রেন ছেড়ে দেন চালক। আরপিএফের চিৎকার আর যাত্রীরা চেন টানায় ট্রেন থামান চালক। প্রাণে বাঁচেন গার্ড।
১১টা ১০ মিনিটে হাওড়া থেকে এসেছিল হাওড়া-দীঘা এক্সপ্রেস। চাঁদমারি ব্রিজে ওঠার পরই বিপত্তি। কার গাফিলতিতে এই ঘটনা? এই ধরণের ঘটনায় কী নিয়ম রেলের? উঠছে প্রশ্ন ৷ ট্রেন চালক ও গার্ডের মধ্যে সমন্বয়ের অভাবেই এই ঘটনা বলে মত বিশেষজ্ঞদেরও। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রেল। তলব করা হয়েছে হাওড়া - দিঘা এসি এক্সপ্রেসের চালককে।
advertisement
Location :
First Published :
November 10, 2018 1:22 PM IST