TRENDING:

ট্রেনের নীচে পাইপ মেরামতি করছেন গার্ড, ট্রেন ছেড়ে দিলেন চালক!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: চলতে শুরু করেছে হাওড়া-দিঘা এসি এক্সপ্রেস। অথচ ট্রেনের দুই কামরার মধ্যে পাইপে ঝুলে গার্ড। চেন টেনে ট্রেন থামালেন যাত্রীরা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন গার্ড। রীতিমতো নজিরবিহীন ঘটনা দক্ষিণ পূর্ব রেলে।
advertisement

বরাত জোরে প্রাণে বাঁচলেন গার্ড। এয়ারপাইপ ঠিক করার কাজ চলছিল। তখনই ট্রেন ছেড়ে দেন চালক। আরপিএফের চিৎকার আর যাত্রীরা চেন টানায় ট্রেন থামান চালক। প্রাণে বাঁচেন গার্ড।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

১১টা ১০ মিনিটে হাওড়া থেকে এসেছিল হাওড়া-দীঘা এক্সপ্রেস। চাঁদমারি ব্রিজে ওঠার পরই বিপত্তি। কার গাফিলতিতে এই ঘটনা? এই ধরণের ঘটনায় কী নিয়ম রেলের? উঠছে প্রশ্ন ৷ ট্রেন চালক ও গার্ডের মধ্যে সমন্বয়ের অভাবেই এই ঘটনা বলে মত বিশেষজ্ঞদেরও। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রেল। তলব করা হয়েছে হাওড়া - দিঘা এসি এক্সপ্রেসের চালককে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ট্রেনের নীচে পাইপ মেরামতি করছেন গার্ড, ট্রেন ছেড়ে দিলেন চালক!