কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার পুত্তর শহরের বাসিন্দা চেতন ও মমতা এমনই এক অভিনব কাণ্ড ঘটিয়েছেন নিজেদের বিয়েতে। হাতি-ঘোড়া বা দামী গাড়ি নয় নিজের বউকে অভিনব এক যানে চাপিয়ে বাড়ি ফিরেছেন চেতন। আর চেতনের এই কাণ্ডই এক সোশ্যাল মিডিয়ায় সেনসেশন।
দীর্ঘদিন ধরে পে-লোডার চালান চেতন। বউ নিয়ে ফেরার জন্য সেই পে-লোডারকেই সাজিয়ে হাজির হয়েছিলেন বিয়ে বাড়িতে। পে-লোডারে চেপেই বেরোয় চেতন-মমতার বারাত।
advertisement
আরও পড়ুন
'গরুদের জন্য তৈরি হোক আলাদা মন্ত্রক', দাবি বিজেপি মন্ত্রীর
তবে চেতনের বন্ধুরা জানিয়েছেন, পুরো পরিকল্পনাই নাকি বর চেতনের। আগে থেকে এমন কান্ড ঘটানোর নাকি কোনও আভাসই সে দেয়নি। বিয়ের পর দুপুর বেলা খেতে বসে হঠাৎই চেতন তাঁর বন্ধুদের বলেন তাঁর পে-লোডারটিকে সাজিয়ে বিয়ে বাড়ির বাইরে আনতে। খুব অবাক হলেও তখনও কী ঘটতে চলেছে বুঝতে পারেননি চেতনের বন্ধুরা। তবে নতুন বরের ইচ্ছে বলে কথা, তাই সঙ্গে সঙ্গে যেমন বলা তেমন কাজ।
আরও পড়ুন
'গরুদের জন্য তৈরি হোক আলাদা মন্ত্রক', দাবি বিজেপি মন্ত্রীর
নিয়মরীতি মেনে বাড়ির সকলের কাছ থেকে বিদায় নিয়ে কান্নাভেজা চোখে বিয়েবাড়ির বাইরে এসে দাঁড়ায় নববধূ মমতা, তখন আসল ঘটনাটি খোলসা করে চেতন। নবদম্পতির জন্য সেজেগুজে দাঁড়িয়ে থাকা পে-লোডারে চেপে বসে নতুন বউয়ের দিকে হাত বাড়িয়ে দেন চেতন। বাপেরবাড়ি ছেড়ে যাওয়ার দুঃখ ভুলে মমতার চোখে তখন শুধুই বিস্ময়। থতমত খেয়ে যাওয়া নববধূকে আশ্বস্ত করে পাশে বসিয়ে নতুন জীবনের দিকে যাত্রা শুরু করে চেতন।
চেতন-মমতার এমন অভিনব বিয়ের শোভাযাত্রার ছবি ক্যামেরাবন্দি করতে ভোলেননি তাঁর বন্ধুরা। উচ্ছ্বাস আর হাততালি, নাচ-গানে গোটা রাস্তা চেতন আর মমতাকে মাতিয়ে রেখেছিলেন তাদের বন্ধু ও আত্মীয়স্বজনেরা। হাতি-ঘোড়া-গাড়ি-পালকি ছেড়ে এমন অভিনব যানে চেপে চেতন-মমতার বিয়ের শোভাযাত্রা এখন সোশ্যাল মিডিয়ায় লাখো লাখো শেয়ারে ভাইরাল।