আরও পড়ুন এবার স্কুলের হাজিরাতে নজর রাখতে আসছে নতুন পদ্ধতি !
পুলিশের বক্তব্য অনুযায়ী, সোপিয়ানের বাতাপোরা চৌকি লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা৷ তবে লক্ষভ্রষ্ট হয়ে মাঝ রাস্তায় বিষ্ফোরণ ঘটে৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ হামলার জায়গাটি ঘিরে ফেলেছে পুলিশ৷ হামলাকারীদের খোঁজে চলছে চিরুণিতল্লাশি৷
আরও পড়ুন হারিয়ে গিয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের চাবি!
advertisement
গত শনিবার সিআরপিএফের গাড়িতে চাপা পড়ে মৃত্যু হয় এক স্থানীয় বাসিন্দার৷ তারপর থেকেই থেকে উত্তপ্ত হতে শুরু করে পরিস্থিতি৷ সিআরপিএফের গাড়ি লক্ষ্য করে গ্রেনেড হামলা করে বিচ্ছিনতাবাদীরা৷ সেই হামলায় ৪সিআরপিএফ সহ ১০জন আহত হন৷
Location :
First Published :
June 04, 2018 2:20 PM IST