TRENDING:

আসন্ন নির্বাচনে রাজনৈতিক প্রচার স্বচ্ছতা আনতে নির্বাচন কমিশনের সহায়ক হবে গুগল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পাঁচটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে ও ২০১৯-এর লোকসভা নির্বাচনের রাজনৈতিক প্রচারে স্বচ্ছতা আনতে এবার প্রস্তুতি নিচ্ছে গুগল । দুনিয়া জুড়ে ফেক নিউজের ফলে বাড়ছে অপ্রীতিকর ঘটনা, এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাজনৈতিক মহলও ।
advertisement

এবিষয়ে একটি নতুন আইন প্রণয়নের কথাও ভাবা হচ্ছে যেখানে অনলাইনে দেওয়া বিজ্ঞাপনের স্পনসর অর্থাৎ বিজ্ঞাপনের জন্য কত টাকা খরচ হচ্ছে এই সব তথ্যও তুলে ধরা হবে । এছাড়াও কোন দর্শকদের জন্য এই বিজ্ঞাপন দেওয়া হচ্ছে সেই তথ্যও থাকবে অনলাইনে ।

গুগলের মুখপাত্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন সমগ্র বিষয়টি আপাতত আলোচনার স্তরে রয়েছে । তিনি আরও জানিয়েছেন ভুয়ো ও ভ্রান্তিমূলক খবরের প্রচার আটকাতে ভারতের নির্বাচন কমিশনকে সবরকম সহায়তা করবে গুগল । গুগল ও ট্যুইটারের প্রতিনিধিরা নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ও যাতে আসন্ন নির্বাচনের আগেই এই পদ্ধতি কার্যকর করা যায় সেই চেষ্টাও করা হচ্ছে । আসন্ন লোকসভা নির্বাচনের আগে সমস্ত প্রচারমাধ্যমগুলিতে ভুয়ো খবর ও আপত্তিকর খবরের দিকেও নজর রাখা হবে ও প্রয়োজনে তা ব্লক করে দেওয়াও হতে পারে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, মিজোরাম ও তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন আসন্ন । এই রিপোর্টে তারা সম্মতি জানিয়েছে । ভোটের ৪৮ ঘন্টা আগে থেকে কোনওরকম প্রচারমূলক বিজ্ঞাপন অনলাইনে যাবে না, এই প্রস্তাবও সায় দিয়েছে রাজ্যগুলি ।

বাংলা খবর/ খবর/দেশ/
আসন্ন নির্বাচনে রাজনৈতিক প্রচার স্বচ্ছতা আনতে নির্বাচন কমিশনের সহায়ক হবে গুগল