গুগলের টেকনিক্যাল টিমের সহ-সভাপতি বেন স্মিথ সোমবার তাঁর নিজস্ব ব্লগে গুগল প্লাসের নিরাপত্তা সমস্যার বিষয়টি নিয়ে আলোকপাত করেন ৷ তবে, কাদের তথ্য ফাঁস হতে পারে ৷ সেই বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছেন গুগল প্লাসের অধিকর্তারা ৷
তবে, এখনও অবধি তথ্য ফাঁস হয়েছে কিনা ৷ কাদের কাদের তথ্য ফাঁস হয়েছে ৷ সেই বিষয়টি সম্পর্কে এখনও কোনও স্পষ্ট তথ্য গুগল প্লাসের কাছে নেই ৷
advertisement
আরও পড়ুন: SBI ব্যাঙ্ক থেকে কি এই মেসেজটা পেয়েছেন ? পড়তে পারেন বড়সড় বিপদে...
সম্প্রতি ফেসবুক গ্রাহকদের তথ্য ফাঁস নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ৷ তবে, গুগল প্লাসের ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় গ্রাহকদের ৷ সেই কারণে আগেভাগেই গুগল প্লাসের অধিকর্তরা সতর্কতা জারি করেছেন ৷ এই বিষয়টি সম্পর্কে গুগলের সিআইও সুন্দর পিচাইকেও অবগত করা হয়েছে ৷
advertisement
Location :
First Published :
October 09, 2018 9:26 AM IST