TRENDING:

কবে হবে আপনার মৃত্যু এবার জানাবে গুগল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: জন্ম-মৃত্যু-বিবাহ ৷ এই তিনিই নাকি বিধাতার বিধান ৷ এমন একটি প্রবাদ প্রচলিত রয়েছে আমাদের সমাজে ৷ কিন্তু সেই প্রবাদও যুগের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে ৷ কারণ প্রযুক্তি আজ দখল নিচ্ছে সমজে ৷ আর তাই কোনও ব্যক্তির মৃত্যু কবে হতে পারে, সেই প্রশ্নেরও উত্তর মিলছে গুগলে ৷
advertisement

ইউসি সান ফ্রান্সিসকো, স্ট্যানফোর্ড মেডিসিন এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ের ডাক্তারেরা একটি বিশেষ প্রযুক্তি তৈরি করেছে ৷ গুগল মারফত এই মডেলটিই জানাবে আপনার মৃত্যুর দিন ৷

কথায় আছে, গুগলের কাছে যেকোনও প্রশ্নেরই উত্তর রয়েছে ৷ তিনটি বিশ্ববিদ্যালয়ের ডাক্তারদের নিয়ে তৈরি বিশেষ মেডিকেল প্রযুক্তিটি বলতে পারবে মানুষের মৃত্যু কবে হতে পারে ৷ অবশ্য সবসময় যে ঠিক হবে সেই উত্তর এমনটাও নয় ৷ ৯৫ শতাংশ ক্ষেত্রেই সঠিক উত্তর মিলেছে ৷ শুধু তাই নয় কোনও ব্যক্তিকে যদি হাসপাতালে দীর্ঘদিন থাকতে হয় , সেক্ষেত্রেও ৮৭ শতাংশই সঠিক দিতে পারে এই প্রযুক্তিটি ৷ অপরদিকে, পুনরায় ভর্তির ৭৭ শতাংশ বার সঠিক ভবিষ্যদ্বানী করেছে এই মডেলটি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

ঘটনা হল, এই মডেলটি তখনই কাজ করবে যখন কোনও রোগীর শারীরিক পরিস্থিতির সম্পূর্ণ তথ্য তার কাছে থাকবে ৷ সেক্ষেত্রে এই মডেলটি হাসপাতালের ইলেক্ট্রনিক হেলথ রেকর্ডস থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করবে ৷ এই মডেলের প্রযুক্তিটি এমনভাবেই তৈরি যা, ইএইচআর সিস্টেম থেকে কোনও রোগীর শারীরিক পরিস্থিতির সম্পূর্ণ তথ্য নিয়েই রোগীর ভবিষ্যদ্বানী করবে গুগল এই নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে ৷

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
কবে হবে আপনার মৃত্যু এবার জানাবে গুগল