এখানেই থেমে যায়নি কিশোরী ৷ ভয়ে ভয়ে চিকিৎসককে কিশোরী জানিয়েছে, বেশ কিছু বছর ধরে এই ঘটনা চলছে ৷ শুধু ধর্ষণ নয়, বাবা মোবাইল ফোনে বিকৃত ছবিও তুলত ৷ আমাকে পাচার করার ভয়ও দেখাত বাবা৷ তাই আমি কাউকে কিছু বলতে পারিনি ৷
চিকিৎসকরা জানিয়েছেন, বহুবার ধর্ষণ হওয়ায় মানসিক দিক থেকে ভেঙে পড়েছে কিশোরী ৷ আর এই কারণেই তার মাথা ব্যথা ৷ চিকিৎসকের কথার ওপর নির্ভর করেই বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে৷
advertisement
Location :
First Published :
June 22, 2018 3:49 PM IST