TRENDING:

জয়ের খোঁজে জোয়াকিম, ম্যাচের ছন্দ খুঁজছে জার্মান আক্রমণ

Last Updated:

হার দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করেছে খেতাবরক্ষার লড়াইতে নামা বিশ্বচ্যাম্পিয়ন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সোচি: হার  দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করেছে খেতাবরক্ষার লড়াইতে নামা বিশ্বচ্যাম্পিয়ন ৷  তাই  যে কোনও মূল্যে সুইডেন ম্যাচ জিততে হবে। লাইফলাইনের সন্ধানে শুরু থেকে রয়েসকে নামাতে পারেন জোয়াকিম লো। কোপ পড়তে পারে ড্রাক্সলার বা খেদিরার উপর। তিন পয়েন্টের জন্য সর্বস্ব ঝাঁপাতে তৈরি  লো।
advertisement

একটা ম্যাচ লো-এর দুনিয়া কত বদলে দিয়েছে। হ্যান্ডসাম হেডস্যারের সুখের সংসারে ছোটখাটো চিড়। তাঁর কোচিং নিয়ে প্রশ্ন উঠেছে খোদ দলের অন্দরে।  জোয়িকম লো জানেন সুইডেন ম্যাচ জিতে গেলে এসব উধাও হয়ে যাবে। তার জন্য বেশ সাবধানী তিনি।

আরও পড়ুন - শেষ ১৬-র আশা রয়েছে, জেনে নিন আর্জেন্টিনার কঠিন অঙ্ক সহজ করে

advertisement

জার্মান কোচ  তাঁর চেনা ৪-২-৩-১ ছকেই শনিবার দল নামাবেন। মেক্সিকো ম্যাচে পরিবর্ত হিসাবে নামলেও সুইডেনের বিরুদ্ধে শুরু থেকে খেলার সম্ভাবনা রয়েসের। গত ম্যাচে লো তিনজন পরিবর্ত ফুটবলার নামান। সুইডেন ম্যাচে সামনে থাকবেন ওয়ার্নার। তাঁর একটু পিছনে মুলার, রয়েস ও ওজিল। তাদের বল জোগানোর দায়িত্বে ক্রুস ও খেদিরার। ডিফেন্সে হুমেলস, বোয়েতাং, কিমিচ। আর প্ল্যাটনহার্ডের জায়গায় ফিরবেন হেক্টর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

খেদিরাকে শুনতে হচ্ছে তাঁর বাড়ি ফেরার টিকিট কেটে রাখা আছে। ওজিলের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ম্যাথুউজের মতো কিংবদন্তীরা। সমালোচনায় বিদ্ধ একটা দল জানে তারা জার্মান। তাঁদের স্পিডে বিপক্ষ বাজিমাত হয় এবার তাদের প্রয়োজন ফিনিশারের ৷

বাংলা খবর/ খবর/খেলা/
জয়ের খোঁজে জোয়াকিম, ম্যাচের ছন্দ খুঁজছে জার্মান আক্রমণ