TRENDING:

ক্যানসারের চিকিৎসায় কেমোর থেকে ভাল ‘গোমূত্র’, দাবি বিশ্ববিদ্যালয়ের গবেষণায়

Last Updated:

গোমমূত্রই সব থেকে ভালো ওষুধ, ক্যানসার নিরাময়ে ! হ্যাঁ, এরকমটাই দাবি করলেন গুজরাত বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আমেদাবাদ: গোমমূত্রই সব থেকে ভালো ওষুধ, ক্যানসার নিরাময়ে ! হ্যাঁ, এরকমটাই দাবি করলেন গুজরাত বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ৷ তাঁদের মতে, ক্যানসারের চিকিৎসায় কেমোথেরাপির থেকে বেশ কার্যকরী গোমূত্র ৷
advertisement

ইংরেজি এক দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, জুনাগড় কৃষি বিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এরকমই তথ্য ৷ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, ক্যানসারের চিকিৎসা মানেই কেমোথেরাপি ৷ আর যার ফলে রোগিরা প্রবল যন্ত্রণা অনুভব করেন ৷ এমনকী, অনেক সময় দেখা যায় কেমোথেরাপির ফলে রোগি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন ৷ সেই কেমোকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেবী অংশ নেন 'প্রতিযোগিতায়'! কার নিরঞ্জন আগে হবে, ঠিক করে ফলাফল! পুরোটা জানুন
আরও দেখুন

ক্যানসারের নিরাময় নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে বহুদিন ধরে নানারকম পরীক্ষা-নীরিক্ষা চালাচ্ছিলেন গবেষকরা ৷ যার মধ্যে ছিল ক্যানসারের ওষুধে গোমূত্রের ব্যবহারও ৷ গবেষকদের দাবি, ক্যানাসারে আক্রান্ত কোষগুলোকে ধ্বংস করতে দারুণ কাজ করে গো-মূত্র ৷ গো-মূত্রে এই কার্যকরী দিক দেখে হতবাক গবেষকরা ৷ আপাতত, এই বিজ্ঞানিরা ইঁদুরের ওপর এই ওষুধ প্রয়োগ করতে চলেছেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ক্যানসারের চিকিৎসায় কেমোর থেকে ভাল ‘গোমূত্র’, দাবি বিশ্ববিদ্যালয়ের গবেষণায়