ট্যুইটারে একটা সুন্দর মুহূর্তের ভিডিও পোস্ট করলেন সানি। লিখলেন, '' আমার জানা নেই কী কী নিয়ম রীতি মেনে গণেশ পুজো করতে হয়! তবে যে-টুকু করেছি, মন থেকে করেছি, ভালবেসে করেছি! আমি আর ড্যানিয়েল প্রথম থেকেই ঠিক করেছিলাম, গণেশ চতুর্থীর পবিত্র দিন নতুন বাড়িতে প্রবেশ করব। সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। ভগবান আপনাদের মঙ্গল করুন।''
advertisement
ভিডিও-তে গোটা বাড়ির ছবিও দেখিয়েছেন সানি এবং ভিডিও শেষের মুহূর্তটা আপনাকে ইমোশনাল করে তুলতে বাধ্য! 'চুমু'-তে বাঁধা পড়লেন সানি-ড্যানিয়েল।
দেখুন বাড়ির ভিডিও--
Location :
First Published :
September 13, 2018 5:36 PM IST