২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার পরিকল্পনা করেছে মোদি ৷ একইসঙ্গে রাজ্যের কৃষকদের উদ্দেশেও ভুরি ভুরি প্রতিশ্রুতি দিলেন মোদি ৷ কিন্তু সেই ভাষণের বেশিরভাগ অংশজুড়েই ছিল ‘সিন্ডিকেট রাজ’ প্রসঙ্গ ৷ প্রধানমন্ত্রী বলেন,
advertisement
সম্প্রতি কলেজে ভর্তি হওয়াকে কেন্দ্র করে তোলপাড় হয়ে গিয়েছে শহরের বেশ কিছু কলেজ ৷ কলেজে ভর্তির নামে রীতিমত তোলাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে ৷ কলেজে ভর্তির জন্য কেউ টাকা চাইছেন ৷ কেউ প্রতিশ্রুতি দিচ্ছেন টাকার বিনিময়ে নির্দিষ্ট কোনও বিভাগে ভর্তি করিয়ে দেওয়ারও ৷ এমনকী, সেই সমস্ত ক্ষেত্রে বারবার নাম জড়াচ্ছে ছাত্র সংগঠনেরই ৷ আর সেই সমস্ত বিষয় যে প্রধানমন্ত্রীর নজর এড়ায়নি এদিনের সভায় তা স্পষ্ট ৷
মেদিনীপুরের এই সভার আজ উপলক্ষ ছিল কৃষক ৷ কিন্তু সেই উপলক্ষ নামমাত্র ৷ কৃষক সভার আদ্যোপান্তে শুধু তৃণমূলকেই আক্রমণ করে গিয়েছেন মোদি ৷ একের পর এক বিষয় তুলে তৃণমূলকে আক্রমণ করাই ছিল এই সভার একমাত্র লক্ষ্য ৷
.quote-box { font-size: 18px; line-height: 28px; color: #767676; padding: 15px 0 0 90px; width:70%; margin:auto; position: relative; font-style: italic; font-weight: bold; }
.quote-box img { position: absolute; top: 0; left: 30px; width: 50px; }
.special-text { font-size: 18px; line-height: 28px; color: #505050; margin: 20px 40px 0px 100px; border-left: 8px solid #ee1b24; padding: 10px 10px 10px 30px; font-style: italic; font-weight: bold; }
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
@media only screen and (max-width:740px) {
.quote-box {font-size: 16px; line-height: 24px; color: #505050; margin-top: 30px; padding: 0px 20px 0px 45px; position: relative; font-style: italic; font-weight: bold; }
.special-text{font-size:18px; line-height:28px; color:#505050; margin:20px 40px 0px 20px; border-left:8px solid #ee1b24; padding:10px 10px 10px 15px; font-style:italic; font-weight:bold}
.quote-box img{width:30px; left:6px}
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
}