আরও পড়ুন : শান্তিনিকেতনে মোদি-হাসিনা সাক্ষাতের সম্ভবনা
পেট্রোলের সঙ্গে সলভিন নামক তরল পদার্থ মিশিয়ে বিক্রির অভিযোগ মালিকের বিরুদ্ধে । পাম্পের এক মালিক বিকাশ মিত্তাল সহ গ্রেপ্তার দুই জন। পাম্পে এক ট্যাঙ্কারে ২০ হাজার লিটার সলভিন বাজেয়াপ্ত করেছে সি.আই.ডি।
আরও পড়ুন : ৩৭ দিন পরে ঘরে ফিরল শুভজিতের মৃতদেহ, শোকের ছায়া ভুঁইয়াপাড়ায়
advertisement
সিআইডি সূত্রে খবর, পেট্রোল আর ডিজেলের সঙ্গে সলভিন নামক সাদা রঙের তেল মিশিয়ে ওই পেট্রোল পাম্পে বিক্রি করা হত। এই অভিযোগ পেয়েই সিআইডি হানা দেয়। গতকাল রাতে যখন সলভিন বোঝাই ট্যাঙ্কার পাম্পে আসে সে সময় সিআইডি অফিসারেরা হানা দেয়।পাম্পের আর মালিক পলাতক।
Location :
First Published :
May 05, 2018 8:37 PM IST