কয়েকদিন ধরে হাঁটাচলা করতে পারছেন না ৷ মস্তিষ্কে সামান্য রক্ত জমাট বেঁধেছে ৷ সোমনাথ চট্টোপাধ্যায়কে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷
চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড তাঁর শারীরিক অবস্থার বিষয়ে জরুরি বৈঠকে বসেছে।
সোমবার সোমনাথ চট্টোপাধ্যায়ের হেমোরেজিক স্ট্রোক হয়। পাশাপাশি শ্বাসকষ্ট ও কিডনির সমস্যাও ছিল তাঁর। এরপরই তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
সোমনাথ চট্টোপাধ্যায়ের চিকিসক ডাঃ সুকুমার মুখোপাধ্যায় জানান, ‘সোমবার তাঁর হেমোরেজিক স্ট্রোক হয়। তারপর থেকেই তিনি অচৈতন্য অবস্থায় রয়েছেন। হেমোরেজিক স্ট্রোকে সাধারণত ভয়ের কিছু থাকে না। কিন্তু, তাঁর বয়স ৮৯ বছর হওয়ায় একটু চিন্তার কারণ তো রয়েইছে।’
Location :
First Published :
June 28, 2018 8:47 AM IST