জেডিএস এর কোনও নেতা তাঁর সাথে ছিলেন না । অন্যদিকে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতে বদ্ধ পরিকর কংগ্রেস । কুমারস্বামী বলেন তাঁর সভায় কোন গ্ল্যামার বা প্রযুক্তি নেই ঠিকই । সাধারণত শাসকদল কংগ্রেস বা বিরোধী দল বিজেপি যা করে থাকে । এখানে তার থেকে আলাদা চিত্র । কুমারস্বামী বলেন যদি জনতার সমর্থন থাকে তো ষোলোকলাই পূর্ণ হয়, তখন আর অন্য কিছুর দরকার হয়না । কর্ণাটকের রাজনীতিতে কুমারস্বামী এমন এক ব্যক্তিত্ব যে একাই একশো যে কোনও নির্বাচন জেতার ক্ষেত্রে তাঁর কারোর থেকে সুযোগ সুবিধার প্রয়োজন হয়না । প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার তৃতীয় পুত্র এইচডি কুমারস্বামী রাজনীতিতে কুমার আন্না নামে পরিচিত ।
advertisement
২০০৬ পারিবারিক কলহের জেরে কংগ্রেসের সাথে সম্পর্ক শেষ করে বিজেপির সাথে গাঁটছড়া বেঁধে ২০ মাস কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন । পরিসংখ্যান বলছে বিগত ৪০ বছরে সব থেকে সুলভ মুখ্যমন্ত্রী বলে জানা যায় । ২ মাস আগেই শাসকদল কংগ্রেস ও বিরোধী বিজেপি বলেছিল জেডিএস বিশেষ প্রতিযোগিতায় ফেলতে পারবে না । কিন্তু এখন কুমারস্বামীকে জনপ্রিয়তা দিনের পর দিন বাড়ছে ।
২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভার এবারের পরিসংখ্যান বলছে ৭৫ টি আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেস ও জেডিএস । বাকি আসনে কংগ্রেস-বিজেপির সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে । মূলত মাঈশোর, হাসান, দুমকুর এলাকায় কুমারস্বামীর ম্যাজিক কাজ করবে বলে মনে করা হচ্ছে । প্রাক্তন মুখ্যমন্ত্রীর এক বন্ধু বলেছেন কুমারস্বামী এবারের কর্ণাটক নির্বাচনে বিশেষ প্রভাব ফেলতে পারে ।