TRENDING:

‘বাংলা’ নাম বদলে বাড়ল জটিলতা! এখনই অনুমোদন দিচ্ছে না কেন্দ্র

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাংলা নামে বাড়ল জটিলতা ৷ ‘বাংলা’ নাম বদলে রাজি নয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ যার জেরে নামবদলকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে ৷
advertisement

স্বরাষ্ট্রমন্ত্রক বাংলার নামবদল কার্যকরে রাজি নয় ৷ তার জন্য যথাযথ যুক্তিও খাঁড়া করেছে স্বরাষ্ট্রমন্ত্রক ? স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি, বাংলা নাম এমন একটি নাম যার সঙ্গে ভারতের প্রতিবশী দেশ বাংলাদেশ মিল রয়েছে ৷ যার জেরে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের হার বেড়ে যেতে পারে ৷ বিতর্ক তৈরি হবে ৷ সেই কারণে আপাতত নাম বদল নিয়ে বিদেশমন্ত্রকের কোর্টে বল ঠেলল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ বাংলার নাম পরিবর্তন নিয়ে বিদেশমন্ত্রকের মতামত জানতে চাওয়া হয়েছে ৷

advertisement

গত এক বছরে দেশজুড়ে নামবদলের হিড়িক উঠেছে ৷ শহর থেকে স্টেশন ৷ ২৫ টি জায়গার নামবদলে সম্মতি দিয়েছে কেন্দ্র ৷ কিন্তু বাংলার নাম ঝুলিয়ে রাখা হয়েছে ইচ্ছেকৃতভাবে ৷ বুধবার ট্যুইটে এমনটাই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন:  ‘পশ্চিমবঙ্গ’ থেকে ‘বাংলা’ ! কেন্দ্র-রাজ্য নাম বদলের তরজা কোন পথে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

শুরুটা হয় ২০১১ সালেই ৷ ‘West Bengal’ থেকে ‘Paschimbanga’ নাম বদলের জন্য মমতা বন্দ্যেপাধ্যায়ের সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব দেয় ৷ তবে কেন্দ্রে সেই প্রস্তাবকে গুরুত্ব না দিয়ে খারিজ করে দেয় ৷ সেটাই ছিল প্রথমবার ৷ এরপর চলতি বছরে ২৬ জুলাই রাজ‍্য বিধানসভায় পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয়। ঠিক হয় বাংলা, হিন্দি, ইংরেজি-সহ সব ভাষাতেই রাজ‍্যের নাম হবে বাংলা। কিন্তু সেই নিয়ে টালবাহানার জেরে কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘বাংলা’ নাম বদলে বাড়ল জটিলতা! এখনই অনুমোদন দিচ্ছে না কেন্দ্র