TRENDING:

নিক-প্রিয়াঙ্কা জুটি একেবারেই সমমর্যাদার নয় ! বিস্ফোরক পশ্চিমি সংবাদমাধ্যম ! দেখুন ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিগত বেশ কয়েকদিন ধরেই বলিটাউনে খবরের হিট-লিস্টে রাজ করছেন নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া ! তবে তাঁদের এনগেজমেন্ট নিয়ে শুধু এদেশ নয়, সরগরম হয়ে উঠেছে ওদেশও ! তবে দুঃখের বিষয়, পশ্চিমি সংবাদমাধ্যম এই সম্পর্কে খুশি নয়! রীতিমতো তোপ দাগতে শুরু করেছে। দেখুন সেই ভিডিও-
advertisement

ভিডিও-তে বলা হয়েছে বলা হয়, নিক, প্রিয়াঙ্কার জুটি একেবারেই মানানসই নয়। পাশাপাশি নিক, প্রিয়াঙ্কার বিয়েতে ব্রিটেনের রাজপুত্র হ্যারি এবং পুত্রবধূ মেগান মর্কেল হাজির থাকবেন কি না, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সংবাদমাধ্যমের দাবি-- নেমন্তন্ন করা হলে রাজপুত্র হ্যারি নাকি বলবেন, নিক- প্রিয়াঙ্কা তাঁদের সমকক্ষ নন ! এই জুটি একেবারেই সমমানের এবং সমমর্যাদার নয় বলেও কটাক্ষ করা হয় !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লক্ষ্মী পুজোয় লক্ষ্মীলাভ কি তবে অধরা! বড় আর্থিক ধাক্কার আশঙ্কা
আরও দেখুন

সম্প্রতি বাগদান পর্ব সারতে মার্কিন মুলুক থেকে মুম্বই উড়ে আসেন নিক জোনাস এবং তাঁর বাবা, মা। প্রিয়াঙ্কার জুহুর বাড়িতেই অনুষ্ঠিত হয় রোকা ও ‘এনগেজমেন্ট পার্টি’। তবে, শোনা যাচ্ছে মুম্বই নয়, বিয়ের আসর বসবে বিদেশে, কোনও 'এক্সটিক লোকেশন'-এ! প্রিয়াঙ্কার এক ঘনিষ্ঠ বন্ধু জানান, 'ওয়েডিং লোকেশন' হিসেবে প্রিয়াঙ্কার বরাবরের পছন্দ হাওয়াই আইল্যান্ড।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
নিক-প্রিয়াঙ্কা জুটি একেবারেই সমমর্যাদার নয় ! বিস্ফোরক পশ্চিমি সংবাদমাধ্যম ! দেখুন ভিডিও