TRENDING:

রথযাত্রায় এগুলো করুন, সংসারে সমৃদ্ধি আসবেই

Last Updated:

রথ মানেই সকাল সকাল বাজারে গিয়ে ছোটো-বড়-মাঝারি রথ কিনে নিয়ে আসা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রথ মানেই সকাল সকাল বাজারে গিয়ে ছোটো-বড়-মাঝারি রথ কিনে নিয়ে আসা ৷ ফুল, মালা, বাহারি গাছ দিয়ে রথকে সাজানো ৷ রথের ভিতর জগন্নাথ, বলরাম ও শুভদ্রার মূর্তি ৷ প্রসাদের থালায় মিষ্টি৷ আর বিকেল হতেই রশি ধরে মারও টান ! রথ চলেছে পথ ছেড়ে দাও বলে চিৎকার ৷ সঙ্গে পাপড় ভাজা মাস্ট ৷ রথের দিনে আট থেকে আশি মজে ওঠেন এই উৎসবেই ৷
advertisement

শাস্ত্র অনুযায়ী, সংসারে সমৃদ্ধি, শ্রীবৃদ্ধির জন্য রথ উৎসব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ তাই রথের দিন সকাল থেকেই রথ উদযাপনে মেতে উঠুন ৷ কী করবেন?

এদিন সকাল সকাল স্নান সেরে নিন ৷ বাড়ির জগন্নাথদেবের মূর্তিকে সাদা, হলুদ ফুলে সাজিয়ে তুলুন ৷ সঙ্গে সাজিয়ে তুলুন বলরাম ও শুভদ্রাকেও ৷

সাদা চন্দন দিয়ে জগন্নাথকে সাজাতে ভুলবেন না যেন ৷

advertisement

এদিন জগন্নাথ দেবের সামনে জ্বালিয়ে দিন ঘিয়ের প্রদীপ ৷ লক্ষ্য রাখুন প্রদীপটি যেন জ্বলতে থাকে ৷

সেই প্রদীপ থেকে জ্বালিয়ে নিন রথে রাখা প্রদীপটি ৷

ঠাকুর ঘর ছাড়া, ঘরের অন্য কোথাও জগন্নাথ দেবের মূর্তি থাকলে, সব মূর্তিতেই মালা, ফুল দিন ৷

জগন্নাথ ক্ষীর খেতে ভালোবাসেন ৷ ক্ষীর যেন থাকে জগন্নাথের প্রসাদে ৷

advertisement

রথ টানার আগে অবশ্যই শঙ্খ ধ্বনি ও কাঁসর-ঘণ্টা বাজান ৷

আরও পড়ুন 

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আগামিকাল রথযাত্রা, জানুন জগন্নাথদেবের রথের রশি ছুঁলে কী ফল পাওয়া যায়?

বাংলা খবর/ খবর/কলকাতা/
রথযাত্রায় এগুলো করুন, সংসারে সমৃদ্ধি আসবেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল