TRENDING:

বেডরুমে এই নিয়মগুলো মানুন, দাম্পত্য হবে প্রেমময়

Last Updated:

এর মধ্যে অন্যতম শয়নকক্ষের অবস্থান ৷ বাস্তু মতে, দেখে নেওয়া যাক সুখী দাম্পত্য জীবনের জন্য আদর্শ বেডরুম কেমন হওয়া উচিত -

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সুখী দাম্পত্যের চাবিকাঠি কোথায় ? অনেকেই বলবেন, এর জন্য অবশ্যই চাই ভালবাসা, বিশ্বাস, বন্ধুত্ব ৷ চাই একে অপরের প্রতি সম্মান প্রদর্শন, গভীর প্রেম আর ধৈর্য ৷ কিন্তু এছাড়াও আরও অনেক কিছুই দাম্পত্যকে নিয়ন্ত্রণ করে ৷ এর মধ্যে অন্যতম শয়নকক্ষের অবস্থান ৷ বাস্তু মতে, দেখে নেওয়া যাক সুখী দাম্পত্য জীবনের জন্য আদর্শ বেডরুম কেমন হওয়া উচিত -
advertisement

আরও পড়ুন: সুফল পেতে নির্দিষ্ট আঙুলেই ধারণ করুন নির্দিষ্ট রত্ন

১) বেডরুমের দক্ষিণ-পশ্চিম দেওয়ালে একটিও লাভ বার্ডের ছবি বা মূর্তি রাখুন।

২) পূর্ব দিকে মাথা রেখে ঘুমান।

৩) মাথার দিকে স্বামী-স্ত্রীর একত্রে হাসি মুখের ছবি লাগান।

৪) অবশ্যই বেডরুমের রং হালকা হওয়া উচিত।

৫) বেডরুমে লাল রঙের নাইট ল্যাম্প ব্যবহার না করাই ভালো।

advertisement

৬) সাদা রঙের বিছানার চাদর ব্যবহার করুন।

৭) বেডরুমে ঠাকুরের ছবি রাখবেন না, শুধুমাত্র রাধাকৃষ্ণের যুগল মূর্তি রাখতে পারেন।

৮) বিছানার সোজা আয়না রাখবেন না।

৯) শোওয়ারঘরে কাগজের ফুল বা নকল ফুল না রেখে আসল সুগন্ধ যুক্ত ফুল রাখুন।

১০) কোনও যুদ্ধের ছবি বা মৃত কোনও মানুষের ছবি রাখবেন না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

উপরোক্ত নিয়ম গুলি মেনে চললে অবশ্যই সুখী দাম্পত্য জীবন উপভোগ করা সম্ভব।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বেডরুমে এই নিয়মগুলো মানুন, দাম্পত্য হবে প্রেমময়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল