শহরের বুকে একটুকরো জঙ্গল! শুনে আশ্চর্য হচ্ছেন? ভাবছেন, কীভাবে সম্ভব?
বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে তৈরি হওয়া জঙ্গলের এবার রাজারহাটে এমন উদ্যোগ বাস্তবায়িত করতে উদ্যোগী হয়েছে নগরোয়ন্নন দফতর।
- রাজারহাটের অ্যাকশন এরিয়া ওয়ানে তৈরি হবে জঙ্গল
- থাকবে বিরাট জলাশয়ও
শহরের রোদ-জ্বলা রাস্তা। তার মাঝেই ঘন শ্যামল ছায়া। ইকো পার্কের কাছে, শহর থেকে অনেক দূরে না গিয়েই চোখের আরাম।
advertisement
- রাজারহাটে চিহ্নিত হয়েছে ৩ একর জমি
- জঙ্গলে থাকবে আকাশমণি, অর্জুন, লম্বু, কৃষ্ণচূড়া, অশোক, মেহগনি ও শাল গাছ
- থাকবে আম, জাম, মহুয়া, সবেদা, পেয়ারা, নারকেল ও আঙুরের মতো ফলের গাছও
- সব মিলিয়ে মোট ৮ থেকে ১০ হাজার গাছ থাকবে জঙ্গলে
advertisement
- ২ বছরের মধ্যে শেষ হবে প্রকল্প
- প্রকল্পের দায়িত্বে গ্রিন ফর লাইফ ফাউন্ডেশন নামে একটি সংস্থা
Location :
First Published :
March 27, 2018 11:24 AM IST