TRENDING:

রাজারহাটে তৈরি হচ্ছে প্রথম আরবান ফরেস্ট, থাকবে হাতি-হরিণ ও বিভিন্ন পাখি

Last Updated:

ইট কাঠ পাথরের জঙ্গলে সত্যিকারের বনভূমি! শহরের ধূসর-কালোর মাঝে ঘন সবুজ-নীলের পোঁচ। কলকাতায় দ্বিতীয়, রাজারহাটে প্রথম এমন জঙ্গল তৈরির উদ্যোগ নিয়েছে নগরোন্নয়ন দফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ইট কাঠ পাথরের জঙ্গলে সত্যিকারের বনভূমি! শহরের ধূসর-কালোর মাঝে ঘন সবুজ-নীলের পোঁচ। কলকাতায় দ্বিতীয়, রাজারহাটে প্রথম এমন জঙ্গল তৈরির উদ্যোগ নিয়েছে নগরোন্নয়ন দফতর। চিহ্নিত হয়েছে জমিও। শুধু জল-জঙ্গলই নয়। তাতে থাকবে হাতি-হরিণ আর হারিয়ে যেতে বসা বিভিন্ন পাখি।
advertisement

শহরের বুকে একটুকরো জঙ্গল! শুনে আশ্চর্য হচ্ছেন? ভাবছেন, কীভাবে সম্ভব?

বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে তৈরি হওয়া জঙ্গলের এবার রাজারহাটে এমন উদ্যোগ বাস্তবায়িত করতে উদ্যোগী হয়েছে নগরোয়ন্নন দফতর।

- রাজারহাটের অ্যাকশন এরিয়া ওয়ানে তৈরি হবে জঙ্গল

- থাকবে বিরাট জলাশয়ও

শহরের রোদ-জ্বলা রাস্তা। তার মাঝেই ঘন শ্যামল ছায়া। ইকো পার্কের কাছে, শহর থেকে অনেক দূরে না গিয়েই চোখের আরাম।

advertisement

- রাজারহাটে চিহ্নিত হয়েছে ৩ একর জমি

- জঙ্গলে থাকবে আকাশমণি, অর্জুন, লম্বু, কৃষ্ণচূড়া, অশোক, মেহগনি ও শাল গাছ

- থাকবে আম, জাম, মহুয়া, সবেদা, পেয়ারা, নারকেল ও আঙুরের মতো ফলের গাছও

- সব মিলিয়ে মোট ৮ থেকে ১০ হাজার গাছ থাকবে জঙ্গলে

advertisement

- ২ বছরের মধ্যে শেষ হবে প্রকল্প

সেরা ভিডিও

আরও দেখুন
'মহাকুম্ভ’ থিমে আদ্রার মুক্ত দল ক্লাবের কালীপুজো, পুরুলিয়ায় আকর্ষণের কেন্দ্রবিন্দু
আরও দেখুন

- প্রকল্পের দায়িত্বে গ্রিন ফর লাইফ ফাউন্ডেশন নামে একটি সংস্থা

বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজারহাটে তৈরি হচ্ছে প্রথম আরবান ফরেস্ট, থাকবে হাতি-হরিণ ও বিভিন্ন পাখি