TRENDING:

এই মন্দিরে নিয়োগ করা হল একজন অব্রাহ্মণ পুরোহিত !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: হাসপাতালের বেডে শু’য়ে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ডিএমকে প্রধান এম করুণানিধি ৷ ঠিক সেই সময়ই অভাবনীয় কাণ্ড ঘটাল তামিলনাড়ু ৷ মাদুরাইয়ের এক মন্দিরে অব্রাহ্মণ পুরোহিত নিয়োগ করা হল !
advertisement

সালটা ছিল ১৯৭০ ৷ দেশের মন্দিরে ‘পৌরহিত্য পেশায়’ কোনও জাত-পাতের বিভেদ থাকবে না ৷ ব্রাহ্মণ ছাড়াও অব্রাহ্মণ, সমাজের তফসিলি জাতি এবং উপজাতির অন্তর্ভুক্ত কোনও ব্যক্তিও মন্দিরের পুরোহিত হতে পারবেন ৷ এমনই একটি বিষয়ই সুপ্রিম কোর্টে পাশ করানোর চেষ্টা করেন তিনি ৷ তবে, ১৯৭০ সালে সুপ্রিম কোর্টে এই বিষয়টিকে অগ্রাহ্য করে ৷ পরে ২০০৬ সালে ফের সেই অর্ডারটি রাজ্যে পাশ করান করুণানিধি ৷ এরপর সুপ্রিম কোর্টেও ওঠে বিষয়টি ৷ তবে, এবার সুপ্রিম কোর্ট করুণানিধির এই নির্দেশকে সমর্থন করে ৷

advertisement

করুণানিধির যুক্তি ছিল, মন্দিরে পৌরহিত্য করার অধিকার সকলেরই রয়েছে ৷ শুধুমাত্র ব্রাহ্মণদের এই অধিকার থাকলে অন্যদের মনে ক্ষোভ থাকতে পারে ৷ সেই ক্ষোভ দূর করতেই  দশকের পর দশক ধরে চলে আসা নিয়মের বিরোধিতা করেন করুণানিধি ৷

২০০৬ সালে এই নির্দেশ পাশ হতেই ২০৬ জন পুরোহিতের ট্রেনিং নিতেও শুরু করেন ৷ যাদের মধ্যে ২৪ জন ছিলেন তফসিলি জাতি/উপজাতির ৷ যারা তামিলনাড়ুর একাধিক মন্দির থেকে এবং চ্যারিটেবল এনডাউনমেন্ট বিভাগ থেকে জুনিয়ার পুরোহিতের সার্টিফিকেট পান ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৭০০ টাকায় শুরু, এখন মাসে হাজার হাজার টাকা রোজগার 'এই' গৃহবধূর! তাঁর সাফল্যে অনুপ্রণিত বহু
আরও দেখুন

প্রসঙ্গত, তামিলনাড়ুর মাদুরাইয়ের একটি মন্দিরে অব্রাহ্মণ পুরোহিত নিয়োগ করা হয়েছে ৷ তবে, গোটা বিষয়টি এখনও অবধি গোপন রাখা হয়েছে সরকারের থেকে ৷ পুরো ঘটনাটি জানার পর দর্শনার্থীদের মধ্যে কেউ কেউ বিরোধিতা করতে পারেন ৷ এরফলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে ৷ সেই কারণে আপাতত নয়া অব্রাহ্মণ পুরোহিত নিয়োগের গোটা বিষয়টি গোপন রাখা হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
এই মন্দিরে নিয়োগ করা হল একজন অব্রাহ্মণ পুরোহিত !