সংখ্যার নিরিখে মেয়র পদে ফিরহাদ হাকিমের জয় ছিল একপ্রকার নিশ্চিত ৷ কলকাতা পুরসভায় মোট ওয়ার্ড ১৪৪টি ৷ ১২২ জন কাউন্সিলরই তৃণমূলের ৷ যার মধ্যে ১২১জনের সমর্থন পেয়ে জয়ী হলেন ফিরহাদ ৷ ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অসুস্থ থাকার ফলে আসতে পারেননি ৷ পুরসভায় বিজেপির ৫টি আসন ৷ ৫টি ভোটই পেয়েছেন মীনাদেবী পুরোহিত ৷ যদিও বাম ও কংগ্রেস ভোট বয়কট করে ৷
advertisement
এদিন শোভন চট্টোপাধ্যায়কে আসতে অনুরোধ জানান ফিরহাদ ৷ নতুন মেয়রের কথা রেখে উপস্থিত ছিলেন শোভন চট্টোপাধ্যায়ও ৷
Location :
First Published :
December 03, 2018 3:06 PM IST