আচমকা আগুন দেখে আতঙ্কে দিশেহারা হয়ে মানুষজন ছুটতে শুরু করলে, পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। জানা গিয়েছে, ধোঁয়ার কারণে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন রাজকুমার ও দিলোয়ার হুশেন নামের দুই ব্যক্তি। তাঁদের শরীরের কিছু অংশও পুড়ে গিয়েছে। দু'জনকেই নমপল্লীর 'কেয়ার হাসপাতালে' ভর্তি করা হয়। চলছে চিকিৎসা। যখন অগ্নিকাণ্ড ঘটে, মেলায় উপস্থিত ছিল প্রায় ২০ হাজার মানুষ। পুড়ে যায় ১০০টি দোকান। কিন্তু কীভাবে আগুন লাগল ? খতিয়ে দেখছে পুলিশ, প্রশাসন !
advertisement
Location :
First Published :
January 30, 2019 10:42 PM IST