আরও পড়ুন: আমাকে দেখলেই দু'পা পিছিয়ে যাচ্ছেন বিজেপি সাংসদরা: রাহুল গান্ধি
প্রায় ৯ হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি করে দেশ ছেড়ে পালানোর আগে সংসদে অরুণ জেটলির সঙ্গে দেখা করেছিলেন তিনি৷ বুধবারই লন্ডনে এই দাবি করেন বিজয় মালিয়া৷ এরপরই বিতর্ক তৈরি হয়৷ যদিও বিজেপি-র বক্তব্য, রাহুলের লন্ডন সফরের পরেই কেন মালিয়া এই ধরনের দাবি করল৷
advertisement
তবে বিজেপি যতই চেষ্টা করুক, মালিয়ার দাবি নিয়ে রাহুল একেবারে বিজেপি-কে নাস্তানাবুদ করতে তৈরি৷ এ দিন সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি বলেন, 'বিজয় মালিয়া গতকাল বলেছেন, দেশ ছাড়ার আগে তিনি অরুণ জেটলির সঙ্গে দেখা করেন৷ সব বৈঠকেই অরুণ জেটলি একটি করে ব্লগ লেখেন৷ জানি না কেন এই বৈঠকের কোনও ব্লগ লেখেননি৷ অর্থমন্ত্রী বলেছেন, তিনি নাকি খুব কম কথা বলেছিলেন মালিয়ার সঙ্গে, যা আসলে মিথ্যে কথা৷ যোগসাজশ রয়েছে বোঝাই যাচ্ছে৷ এই ঘটনার তদন্ত হওয়া উচিত৷ অর্থমন্ত্রী উচিত ততদিন পদত্যাগ করা৷'
এরপরই মোদি সরকারকে সরাসরি আক্রমণ করে রাহুলের অভিযোগ, 'জেটলি মিথ্যে বলছেন, তার সরকার মিথ্যে বলছে৷ একজন জালিয়াতের সঙ্গে কথা বলছেন অর্থমন্ত্রী৷ একজন জালিয়াত বলছে, সে লন্ডন চলে যাচ্ছে, অর্থমন্ত্রী কেন সিবিআই, ইডি বা পুলিশকে জানালেন না?'
দেখুন ভিডিও: রাহুলকে ব্যঙ্গ মোদির, দেখুন...